এমবাপ্পের জোড়া গোলে প্রস্তুতি ম্যাচে রিয়ালের বড় জয়

১৩ আগস্ট ২০২৫

এমবাপ্পের জোড়া গোলে প্রস্তুতি ম্যাচে রিয়ালের বড় জয়

রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে ফরাসি এই তারকার জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে শাবি আলোনসোর দল।

মঙ্গলবার অস্ট্রিয়ার ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারায় রিয়াল। জোড়া গোল ছাড়াও একটি গোলে সহায়তা করেন এমবাপ্পে।  

প্রতিপক্ষের মাঠে দশম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এদের মিলিতাও। হাঁটুর চোট কাটিয়ে ২০২৪ সালের নভেম্বরের পর এদিন প্রথমবারের মতো শুরুর একাদশের হয়ে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এর মিনিট তিনেক পর আর্দা গুলারের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।

৫৯তম মিনিটে অহেলিয়া চুয়ামেনির বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর একসঙ্গে সাতটি পরিবর্তন আনেন কোচ আলোনসো। বদলি নামা রদ্রিগো ৮২তম মিনিটে এমবাপ্পের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দলের চতুর্থ গোলটি করেন।

এদিন রিয়ালের শুরুর একাদশের হয়ে মাঠে নামেন দলের তিন নতুন খেলোয়াড় ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন ও আলভারো কাররেরাস।

পুরো ম্যাচে উজ্জ্বল ছিলেন গুলার। তুরস্কের এই তরুণ মিডফিল্ডারের দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। ৭১তম মিনিটে তার বাড়ানো বল থেকে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। কিন্তু তার শট রুখে দেন গোলরক্ষক।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ শেষে গত ৪ আগস্ট অনুশীলনে ফেরে রিয়াল। দুই সপ্তাহের সংক্ষিপ্ত প্রস্তুতি পর্বে এটি তাদের একমাত্র প্রীতি ম্যাচ। আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার মৌসুম শুরু করবে তারা।

মন্তব্য করুন: