ইংল্যান্ডের ফুটবল কোচ হওয়ার প্রসঙ্গে ইয়ুর্গেন ক্লপ।
কে ডাকছে তাতে কিছু যায় আসে না, আমার পদত্যাগের বিবৃতিতে আমি বলেছিলাম যে, এক বছরের জন্য কোনো দেশ বা ক্লাবের কোচ হব না ▷ ১ আগস্ট ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আমরা ভালো খেলিনি। প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাট করেছি তা মোটেও ভালো ছিল। সেটাই আমাদের ম্যাচটি হারিয়েছে ▷ এটা আমি ব্যক্তিগত কিছু থেকে বা রাগ থেকে এটা করেছি। এটা আমি পরিষ্কার করলাম। এটা কেবল দলের ভালোর জন্যই এবং এখানে ব্যক্তিগত কিছু নেই ▷ আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, এটা কালকেই বলতে চাই। কারণ, আমি চাই না আমার যে প্রতিপক্ষ আছে, তারা আগে থেকে ওই ধারণাটা পেয়ে যাক ▷ ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। তারা আমার বন্ধু, তাদের বিরুদ্ধে আমার কিছু নেই। আমাদের সঙ্গে সবসময় ভালো (আচরণ) করেছে ওরা। কিন্তু আমি ক্ষোভ পুষে রাখি না ▷
মন্তব্য করুন: