ইংল্যান্ডের ফুটবল কোচ হওয়ার প্রসঙ্গে ইয়ুর্গেন ক্লপ।
কে ডাকছে তাতে কিছু যায় আসে না, আমার পদত্যাগের বিবৃতিতে আমি বলেছিলাম যে, এক বছরের জন্য কোনো দেশ বা ক্লাবের কোচ হব না ▷ ১ আগস্ট ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আজ আমাদের নারী ক্রিকেট দল কিছু সত্যিই অসাধারণ করে দেখিয়েছে। তারা দেশের অগণিত ছোট ছোট মেয়েদের অনুপ্রাণিত করেছে যে, একদিন তারাও সেই ট্রফিটা উঁচিয়ে ধরতে পারবে ▷ এখনও বিশ্বাস করতে পারছি না। ক্রিকেট মাঠে আমি কখনও এতটা আবেগপ্রবণ হইনি, কিন্তু আজকের রাতটা অবিশ্বাস্য। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা এখনও প্রসেস করতে পারছি না ▷ বাংলাদেশ সত্যিই ভালো খেলেছে, তাদেরকে কুর্নিশ। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে তাদের স্কিলের জবাব দিতে পারিনি আমরা। জয় তাদেরই প্রাপ্য ▷ এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, তারা কীভাবে কাকে চিন্তা করছে। যেহেতু আমি ওয়ানডে অধিনায়কত্ব করছি, যদি এরকম আসে তাদের সঙ্গে আমি আলোচনা করব ▷
মন্তব্য করুন: