ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে কোহলিকে স্পর্শ করলেন গিল
১১ অক্টোবর ২০২৫

ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে একের পর এক কীর্তি গড়ে চলা শুভমান গিলের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলির পর ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে এক বছরে পাঁচটি সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি।
শনিবার দিল্লিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১২৯ রানে অপরাজিত থাকেন গিল। অধিনায়ক হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে চলতি বছর ডানহাতি এই ব্যাটারের এটি পঞ্চম শতক। খেলেছেন ১২ ইনিংস।
অন্যদিকে ২০১৭ সালে ১৬ ইনিংসে এবং ২০১৮ সালে ২৪ ইনিংসে ভারতের অধিনায়ক হিসেবে পাঁচটি করে শতক হাঁকিয়েছিলেন কোহলি।
টেস্ট থেকে রোহিত শর্মার অবসরের পর গত জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফরে দলের নেতৃত্ব পান গিল। সফরে পাঁচ ম্যাচের সিরিজে চার সেঞ্চুরিতে ৭৬৯ রান করেন গিল, যা অধিনায়ক হিসেবে এক সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। বার্মিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলেন ২৬৯ রানের ইনিংস। এটি ছিল ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।
সাদা পোশাকের ক্রিকেটে চলতি বছর দুর্দান্ত ছন্দে থাকা গিল ক্যারিবিয়ানদের বিপক্ষে চলমান ম্যাচ পর্যন্ত খেলেছেন আটটি টেস্ট। ১৪ ইনিংসে ৭৪ দশমিক ৩০ গড়ে রান করেছেন ৯৬৬। আর অধিনায়ক হিসেবে খেলা ১২ ইনিংসে ৮৪ দশমিক ৮১ গড়ে করেছেন ৯৩৩ রান।
মন্তব্য করুন: