সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ১৯১

১১ অক্টোবর ২০২৫

সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ১৯১

বোলারদের নৈপুণ্যে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে চাপে রেখেছিল বাংলাদেশ। কেবল এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ইব্রাহিম জাদরান। কিন্তু সেঞ্চুরির স্পর্শের আগে এই ওপেনারকে ফিরিয়ে স্বাগতিকদের দুইশর আগেই থামিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

শনিবার আবু ধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানকে ১৯০ রানে অলআউট করে বাংলাদেশ।

স্পিনে শক্তি বাড়াতে এদিন এক পেসার কম নিয়ে মাঠে নামে বাংলাদেশ। বল হাতে শুরুটাও হয় ভালো। রহমানউল্লাহ গুরবাজকে (১১) ফিরিয়ে ১৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর সেদিকউল্লাহ আতালকে (৮) তুলে নেন তানভীর ইসলাম।

৩৮ রানে ২ উইকেট হারানোর পর রহমত শাহকে নিয়ে দলের চাপ সামাল দিতে শুরু করেন জাদরান। কিন্তু দলীয় ৬৫ রানে পায়ের চোট নিয়ে রহমত মাঠ ছাড়লে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে আফগানরা। অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে (৪) বোল্ড করেন মিরাজ। পরের ওভারে আজমতউল্লাহ ওমারজাইকে (০) সাজঘরের পথ দেখান একাদশে ফেরা রিশাদ হোসেন।

পঞ্চম উইকেটে জাদরান-মোহাম্মদ নবী দলের হাল ধরার চেষ্টা করলেও তা বেশি দূর এগোয়নি। নবীকে (২২) ফিরিয়ে ৩৯ রানের জুটি ভাঙেন তানজিম। রশিদ খানকে (১) ফেরান মিরাজ। সেঞ্চুরির পথে এগুতে থাকা জাদরানকে ব্যক্তিগত ৯৫ রানে সাজঘরের পথ দেখান এই অফ স্পিনার।

রিশাদের করা ৪৫তম ওভারে এএম গাজানফারের (২২) বিদায়ে নবম উইকেটের পতনের পর আবার ব্যাটিংয়ে আসেন রহমত। কিন্তু এক বল খেলেই মাঠ ছাড়তে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে। এরই সঙ্গে শেষ হয় আফগানদের ইনিংস।

মিরাজ নেন ৩ উইকেট। ২টি করে শিকার তানজিম ও রিশাদের।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: