পাকিস্তানের ব্যাটিং ধসের পর চাপে দক্ষিণ আফ্রিকা

১৩ অক্টোবর ২০২৫

পাকিস্তানের ব্যাটিং ধসের পর চাপে দক্ষিণ আফ্রিকা

মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগার ব্যাটে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু ১৬ রানের ভেতর শেষ ৫ উইকেট হারিয়ে চারশর আগেই অলআউট হয়ে যায় তারা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও শেষ বেলার ব্যাটিং ধসে চাপে আছে দক্ষিণ আফ্রিকাও। দিনের খেলা শেষে ১৬২ রানে পিছিয়ে আছে তারা, হাতে আছে ৪ উইকেট।

সোমবার লাহোরে ৬ উইকেটে ২১৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে প্রোটিয়ারা। এর আগে ৩৭৮ রানে অলআউট হয় পাকিস্তান।

৫ উইকেটে ৩১৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা স্বাগতিকদের বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন রিজওয়ান ও সালমান। তবে রিজওয়ানকে (৭৫) ফিরিয়ে ষষ্ঠ উইকেটের ১৬৩ রানের জুটি ভেঙে ধসের শুরুটা করেন সেনুরান মুথুস্যামি। একই ওভারের শেষ দুই বলে নোমান আলী ও সাজিদ খানকেও তুলে নেন বাঁহাতি এই স্পিনার। এরপর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি পাকিস্তানের ইনিংস। ৯৩ রান করা সালমানকে তুলে নিয়ে তাদের ইনিংস গুটিয়ে দেন প্রেনেলান সুব্রায়েন।

৩৬২ থেকে ৩৭৮ রান তুলতে ৫৫ বলে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। ৬ উইকেট নেন মুথুস্যামি।

দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি থেকে আসে ৪৫ রান। এইডেন মারক্রামকে (২০) কট বিহাইন্ড করিয়ে এই জুটি থামান নোমান। ভিয়ান মুল্ডারকেও (১৭) তুলে নেন এই বাঁহাতি স্পিনার।

তৃতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নিতে থাকেন রায়ান রিকেলটন ও টনি ডি জর্জি। সালমানের বলে স্লিপে বাবর আজমের দারুণ এক ক্যাচে রিকেলটনের (৭১) বিদায়ে ভাঙে ৯৬ রানের জুটিটি। এরপর নোমান-সাজিদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ২৬ রানের ভেতর ট্রিস্ট্যান স্টাবস (৮), ডেওয়াল্ড ব্রেভিস (০) ও কাইল ভেরেইনাকে হারায় প্রোটিয়ারা।

পাকিস্তান স্পিন সামলে দিনের বাকিটা সময় মুথুস্যামিকে (৬*) নিয়ে পার করেন ডি জর্জি (৮১*)। নোমানের শিকার ৪ উইকেট।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add