বিসিবির তিন কমিটির প্রধান আমিনুল, কোনো দায়িত্বে নেই ফারুক
৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের তিনটি কমিটির প্রধান হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন নবনির্বাচিত বোর্ড সভাপতি। তবে কোনো দায়িত্ব দেওয়া হয়নি নতুন সহ-সভাপতি ফারুক আহমেদকে।
মঙ্গলবার বিসিবির কার্যালয়ে নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলসহ ২৩টি স্থায়ী কমিটির প্রধানের নাম ঘোষণা করা হয়। সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বিসিবির নির্বাচন শেষে নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা মুলতবি রাখা হয়েছিল।
ইফতেখার জানান, সভাপতি আমিনুল নিজেই স্থায়ী কমিটিগুলোর প্রধান নির্ধারন করেন। আপাতত দুই-তিন মাসের জন্য কমিটিগুলো দায়িত্ব পালন করবে।
বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে বিবেচিত ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব আবারও দেওয়া হয়েছে নাজমূল আবেদীন ফাহিমকে। এই কমিটি জাতীয় দল সংক্রান্ত কার্যক্রম দেখভাল করে।
আগের বোর্ডে আম্পায়ার্স কমিটির দায়িত্বে থাকা ইফতেখার রহমান এবারও পুরোনো দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তিনি।
হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে প্রথমবারের মতো পরিচালক নির্বাচিত হওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে। সাবেক স্পিনার আব্দুর রাজ্জাককে দেওয়া হয়েছে নারী বিভাগের দায়িত্ব।
বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান করা হয়েছে গায়ক আসিফ আকবরকে। গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক সাদেক।
বিসিবির স্থায়ী কমিটির দায়িত্বে যারা:
ওয়ার্কিং কমিটি: আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকেট পরিচালনা বিভাগ: নাজমূল আবেদীন ফাহিম
অর্থ কমিটি: এম নাজমুল ইসলাম
ডিসিপ্লিনারি কমিটি: ফায়াজুর রহমান
গেম ডেভেলপমেন্ট: ইশতিয়াক সাদেক
টুর্নামেন্ট কমিটি: আহসান ইকবাল চৌধুরী
বয়সভিত্তিক ক্রিকেট: আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি: আমিনুল ইসলাম বুলবুল
ফ্যাসিলিটিজ কমিটি: শাহনিয়ান তানিম নাভিন
আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান
মার্কেটিং কমিটি: শাখাওয়াত হোসেন
মেডিকেল কমিটি: মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি: আবুল বাশার
মিডিয়া কমিটি: আমজাদ হোসেন
অডিট কমিটি: মুহাম্মদ মুখলেসুর রহমান
উইমেন'স উইং: আব্দুর রাজ্জাক
লজিস্টিকস কমিটি: ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
সিকিউরিটি: মেহেরাব আলম চৌধুরী
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম): আদনান রহমান দীপন
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার্স কমিটি: জুলফিকার আলী খান
হাই পারফরম্যান্স: খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ টাইগার্স: রাহাত সামস
ওয়েলফেয়ার কমিটি: মোখছেদুল কামাল
বিপিএল গভর্নিং কাউন্সিল: আমিনুল ইসলাম বুলবুল
মন্তব্য করুন: