ম্যানইউতে পুরো ৩ বছর সময় পাবেন আমুরি

৯ অক্টোবর ২০২৫

ম্যানইউতে পুরো ৩ বছর সময় পাবেন আমুরি

ম্যানচেস্টার ইউনাইটেডের চাপে থাকা কোচ রুবেন আমুরিকে পুরো তিন বছরের চুক্তির মেয়াদ পর্যন্ত সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ক্লাবটির মালিকদের একজন জিম ্যাটক্লিফ।

গত বছর নভেম্বরে এরিক টেন হাগকে বরখাস্তের পর ইউনাইটেডের দায়িত্ব দেওয়া হয় আমুরিকে। কিন্তু এখনও মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা আসেনি দলের। তার অধীনে গত দশ মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে জয় এসেছে মাত্র ১০টিতে।

গত মৌসুমে লিগে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে থেকে আসর শেষ করেছিল ইউনাইটেড, যা ১৯৭৩-৭৪ মৌসুমে রেলিগেটেড হওয়ার পর ইংল্যান্ডের শীর্ষ লিগে তাদের সবচেয়ে বাজে ফল।

নতুন মৌসুমেও শুরুটা ভালো হয়নি ইউনাইটেডের। চতুর্থ স্তরের ক্লাবের গ্রিমসবি টাউনের কাছে হেরে ইংলিশ লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। প্রিমিয়ার লিগে সাত ম্যাচের মধ্যে জয় পেয়েছে তিনটিতে। সব মিলিয়ে সমর্থকদের আস্থা হারাতে শুরু করেছেন আমুরি।

৪০ বছর বয়সী পর্তুগিজ এই কোচকে বরখাস্তের দাবি উঠলেও ্যাটক্লিফ জানান, নিজেকে প্রমাণের জন্য ২০২৭ সালে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমুরিকে সময় দিতে প্রস্তুত তিনি। একই সঙ্গে ক্লাবের ইতিহাসের সফলতম কোচ অ্যালেক্স ফার্গুসনের শুরু সময়টার সঙ্গে আমুরির শুরুটার তুলনা করেন ক্লাবটির ৩০ শতাংশ শেয়ারের এই মালিক।

দ্য টাইমসের দ্য বিজনেস পডকাস্টে ্যাটক্লিফ বলেন, “অ্যালেক্স ফার্গুসনের প্রথম দুই বছরের গোলমেলে সময়টা মনে পড়ছে আমার, যখন তাকে বরখাস্ত করার দাবি উঠত। আর্সেনালের মিকেলের (আর্তেতা) দিকে তাকান। প্রথম দুই বছর তারও বেশ বাজে কেটেছে।

দিনশেষে অবশ্যই আমরা ফল-নির্ভর ক্লাব। তবে আমাদের ধৈর্যও ধরতে হবে এবং নানা ফলের মধ্য দিয়ে যেতে হবে। আমার মনে হয়, ম্যানচেস্টার ইউনাটেডে ভালো অনেক কিছুই হচ্ছে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী। রাতারাতি কিছু হবে না। তিন বছরের মধ্যে রুবেনকে দেখাতে হবে যে, সে দারুণ একজন কোচ।

গত শনিবার সান্ডারল্যান্ডকে - গোলে হারিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে কিছুটা স্বস্তি ফেরান আমুরি। সেটি ছিল ইউনাইটেডের দায়িত্বে তার ৫০তম ম্যাচ। এই সময়ে তার জয়ের হার মাত্র ৪০ শতাংশ, যা ১৯৭০-এর দশকের ফ্রাঙ্ক ফ্যারেলের পর ইউনাইটেড কোনো স্থায়ী কোচের মধ্যে সবচেয়ে কম।

তবুও ্যাটক্লিফ জোর দিয়ে জানান, তিনি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন না।

মিডিয়াকে আমি কখনও বুঝতে পারি না। তারা চায় রাতারাতি সাফল্য। ভাবে যেন একটা সুইচ অন করলেই সবকিছু ফুলে-ফেঁপে উঠবে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবকে সাংবাদিকদের সাপ্তাহিক উগ্র প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে চালানো যায় না।

মন্তব্য করুন: