হোপ-ক্যাম্পবেলের ব্যাটে ইনিংস হার এড়াতে লড়ছে উইন্ডিজ

১২ অক্টোবর ২০২৫

হোপ-ক্যাম্পবেলের ব্যাটে ইনিংস হার এড়াতে লড়ছে উইন্ডিজ

কুলদীপ যাদবের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে ফলো-অনে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে ছিল তারা। তবে জন ক্যাম্পবেল ও শাই হোপের শতরানের জুটিতে চাপ কাটিয়ে উঠেছে সফরকারীরা। ইনিংস হার এড়াতে তাদের প্রয়োজন আরও ৯৭ রান। হাতে আছে ৮ উইকেট।

রোববার দিল্লিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ২ উইকেটে ১৭৩ রান। তৃতীয় উইকেট জুটিতে এখন পর্যন্ত ১৩৮ রান যোগ করে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন ক্যাম্পবেল ও হোপ।

এর আগে মধ্যাহ্ন ভোজের বিরতির পর ২৪৮ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি রিস্ট স্পিনে ৫ উইকেট নেন কুলদীপ।

৪ উইকেটে ১৪০ রান নিয়ে দিনের খেলা শুরু করা ক্যারিবিয়ানরা তৃতীয় বলেই হারায় হোপকে (৩৬)। ডানহাতি এই ব্যাটারকে বোল্ড করে ধসের শুরুটা করেন কুলদীপ। পরের ওভারে টেভিন ইমলাচকে (২১) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন এই স্পিনার। জাস্টিন গ্রিভসকেও (১৭) একইভাবে তুলে নেন তিনি। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে জোমেল ওয়ারিক্যানকে (১) বোল্ড করেন মোহাম্মদ সিরাজ।

ক্যারি পিয়ার, অ্যান্ডারসন ফিলিপস ও জেইডেন সিলসের কল্যাণে শেষ দুই উইকেটে দলের খাতায় ৭৩ রান যোগ হয়। সিলসকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেন কুলদীপ।

২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানদের শুরুটা মোটেও ভালো হয়নি। টেগনারায়ন চন্দ্রপলকে (১০) ফিরিয়ে ১৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সিরাজ। অ্যালিক অ্যাথানেজকে (৭) বোল্ড করেন ওয়াশিংটন সুন্দর।

৩৫ রানে ২ উইকেট হারানোর পর দলের ইনিংস হার এড়াতে হাল ধরেন ক্যাম্পবেল ও হোপ। স্পিনারদের সমালে দুজনই তুলে নেন ফিফটি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে থাকা ক্যাম্পবেল ৮৭ এবং হোপ ৬৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

মন্তব্য করুন: