টি-টুয়েন্টি বিশ্বকাপের সব দল চূড়ান্ত
১৭ অক্টোবর ২০২৫

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের ২০টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাছাইপর্ব পেরিয়ে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বৃহস্পতিবার ওমানের আল আমেরাতে জাপানকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া-পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে দেশটি।
এই নিয়ে তৃতীয়বার টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে আরব আমিরাত। এর আগে ২০১৪ ও ২০২২ আসরে অংশ নিয়েছিল তারা।
আগের দিন এই অঞ্চল থেকে মূলপর্বে জায়গা করে নেয় নেপাল ও ওমান।
বাছাইপর্বের সুপার সিক্স পর্বে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আরব আমিরাত। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল, ৬ পয়েন্ট নিয়ে তিনে ওমান। এই দুই দলের ম্যাচ বাকি আছে একটি করে।
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর। স্বাগতিক দেশ হিসেবে আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল তারা। এছাড়া ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে আসে সেরা সাতটি দল – বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র।
র্যাঙ্কিংয়ের হিসেবে সরাসরি জায়গা পায় নিউ জিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
বাছাইপর্ব পেরিয়ে আমেরিকা অঞ্চল থেকে মূলপর্ব নিশ্চিত করে কানাডা। প্রথমবারের মতো ক্রিকেটের বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে ইতালি। ইউরোপিয়ান বাছাইপর্ব থেকে তাদের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে মূলপর্বের টিকিট পেয়েছে জিম্বাবুয়ে ও নামিবিয়া।
মূলপর্বে এই ২০টি দল পাঁচটি গ্রুপে ভাগ হয়ে খেলবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপগুলো থেকে শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে। সেখানে চারটি দল আগে থেকে নির্ধারিত দুটি গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে খেলবে। এখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমি-ফাইনাল। শেষ চারের জয়ী দল দুটি শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ২০ দল:
ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত।
মন্তব্য করুন: