রোহিত-কোহলির কাছে শিখে ভারতকে এগিয়ে নিতে চান গিল

১৮ অক্টোবর ২০২৫

রোহিত-কোহলির কাছে শিখে ভারতকে এগিয়ে নিতে চান গিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এই ফরম্যাটে অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন শুভমান গিল। একই সঙ্গে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ভারতের হয়ে মাঠে নামতে যাচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। নেতৃত্বে এই দুই তারকার কাছ থেকে শেখার জন্য রোমাঞ্চিত বলে জানিয়েছেন গিল।

রোববার পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর এবারই প্রথম ভারতের হয়ে মাঠে নামবেন রোহিত ও কোহলি। তারা খেলবেন তরুণ অধিনায়ক গিলের অধীনে।

এর আগে টেস্ট থেকে রোহিতের অবসরের পর সাদা পোশাকের ক্রিকেটে নেতৃত্ব পেয়েছিলেন গিল। এবার রোহিত অবসর না নিলেও ২০২৭ বিশ্বকাপের কথা মাথা রেখে আগেভাগেই ২৬ বছর বয়সী এই ব্যাটারকে ওয়ানডে দলের অধিনায়ক করেছে ভারত।

টেস্টে তুলনামূলক তরুণ ও অনভিজ্ঞ দল নিয়ে নিজের প্রথম সিরিজে ইংল্যান্ডের মাটিতে ২-২ সমতায় শেষ করেছিলেন গিল। এবার ওয়ানডেতে অধিনায়কত্ব শুরু করার সময় দলে পাচ্ছেন রোহিত-কোহিল দুজনকেই। সিরিজ শুরুর আগে শনিবার সাংবাদিকদের তিনি জানান, দলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে ভারতের এই দুই সাবেক অধিনায়কের সঙ্গে বহু আলোচনা করেছেন।

নিশ্চয়ই খুব রোমাঞ্চকর – (বিরাট ও রোহিত) আমাদের জন্য যে ঐতিহ্য রেখে গেছেন, তা ধরে রাখাটা আমার জন্য বড় দায়িত্ব।

যখন আমি ছোট ছিলাম, ওনাদেরই অনুপ্রেরণা হিসেবে দেখেছি। তারা যে ধরনের ক্রিকেট খেলতেন, জেতার জন্য যে ধরনের তাড়না ছিল – সবই আমাকে অনুপ্রাণিত করেছে। এমন কিংবদন্তিদের নেতৃত্ব দেওয়া এবং তাদের কাছে শিখতে পারা আমার জন্য গর্বের বিষয়।

টেস্ট ছাড়াও ভারতকে এর আগে টি-টুয়েন্টিতেও নেতৃত্ব দিয়েছেন গিল। ওয়ানডেতে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাওয়া এই ব্যাটারের এই ফরম্যাটে গড় ৬০ এর কাছাকাছি।

কঠিন পরিস্থিতিতে কখনও রোহিত-কোহলির কাছ থেকে পরামর্শ নিতে পিছপা হবেন না জানিয়ে গিল বলেন, “ওনারা কীভাবে সতীর্থদের সঙ্গে যোগাযোগ রাখত অথবা কীভাবে বার্তা দিত, সেই জিনিসগুলো আমাকে নিজেকে উন্নত করতে সাহায্য করেছে। আমি এমন একজন অধিনায়ক হতে চাই, যেখানে দলের প্রত্যেকে নিজেদের দায়িত্বে নিরাপদ ও আত্মবিশ্বাসী বোধ করবে।

মন্তব্য করুন: