শুধুই স্পিনারদের দিয়ে বল করিয়ে উইন্ডিজের বিশ্বরেকর্ড
২১ অক্টোবর ২০২৫

পিচের অবস্থা দেখে কোনো বিশেষজ্ঞ পেসারকে ছাড়াই একাদশ সাজিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বোলিংয়ের শুরুটাও করেছিল দুই স্পিনারকে দিয়ে। কিন্তু এরপর স্পিন ছাড়া আক্রমণে আর অন্য কোনো ধরনের বোলারকেই আনেননি অধিনায়ক শাই হোপ। এতেই হয়ে গেছে বিশ্বরেকর্ড। ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো পুরো ইনিংসেই বল করেছেন কেবল স্পিনাররা।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পিচ রিপোর্টের সময়েই বোঝা গেছে প্রথম ম্যাচের তুলনায় কালো মাটির ঘাসহীন পিচের অবস্থা আরও খারাপ। সে অনুযায়ী স্পিন নির্ভর একাদশও সাজায় দু’দল। ওয়েস্ট ইন্ডিজ একাদশে পেসার হিসেবে ছিলেন দুই অলরাউন্ডার শারফেইন রাদারফোর্ড ও জাস্টিন গ্রিভস।
টস হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশ ইনিংসের পুরো ৫০ ওভারই বল করেন ক্যারিবিয়ান স্পিনাররা। এক সময় ধুঁকতে থাকা স্বাগতিকরা শেষ দিকে রিশাদ হোসেনের ঝড়ে ৭ উইকেটে ২১৩ রান তুলতে পারে।
এর আগে ওয়ানডেতে এক ইনিংসে স্পিনারদের দিয়ে সবচেয়ে বেশি ওভার করানোর রেকর্ড ছিল শ্রীলঙ্কার। তিনবার স্পিনারদের দিয়ে ৪৪ ওভার করে বোলিং করিয়েছিল তারা – ১৯৯৬ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১৯৯৮ সালে কলম্বোয় নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং ২০০৪ সালে ডাম্বুলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে।
নিজেদের ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম উভয় প্রান্ত থেকে স্পিনারদের দিয়ে বোলিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে দলটির ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে স্পিনাররা সবচেয়ে বেশি ৩৪ ওভার বোলিং করেছিল, ২০০১ সালে গ্রেনাডায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এদিন চারজন বিশেষজ্ঞ স্পিনারদের সঙ্গে পঞ্চম স্পিনার হিসেবে বল করেন অ্যালিক অ্যাথানেজ। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো বোলিংয়ে এসে এই অফ স্পিনার ১০ ওভারে ১৪ রানে শিকার করেন ২ উইকেট। এছাড়া পুরো ইনিংসে পাঁচ স্পিনার ডট বল করেন ১৯৩টি।
মন্তব্য করুন: