কনোলির ফিফটিতে ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার

২৩ অক্টোবর ২০২৫

কনোলির ফিফটিতে ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার

রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের ফিফটির পর লোয়ার-অর্ডারদের নৈপুণ্যে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল ভারত। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ম্যাথিউ শর্টের পর কুপার কনোলির অপরাজিত ফিফটিতে ম্যাচ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ২ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতেছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার অ্যাডিলেইডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৬৪ রান তোলে ভারত। জবাবে ২২ বল আগে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।

ক্যারিয়ারের সপ্তম ম্যাচ খেলতে নামা কনোলি ৫৩ বলে ৬১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই ম্যাচের আগে তিন ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া বাঁহাতি এই ব্যাটারের রান ছিল ১০।

ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ভারতের। সপ্তম ওভারে জেভিয়ার বার্টলেটের জোড়া আঘাতে সাজঘরের পথ দেখেন অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলি। আগের ম্যাচের মতো এদিনও রানের খাতা খোলার আগেই আউট হন কোহলি। নিজের ৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন এই ব্যাটিং তারকা।

১৭ রানে ২ উইকেট হারানোর পর রোহিত ও আইয়ারের জুটিতে চাপ সামাল দেয় ভারত। ৭৩ রান করা রোহিতকে ফিরিয়ে ১১৮ রানের এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। আইয়ারকে ৬১ রানে বোল্ড করেন অ্যাডাম জ্যাম্পা। অক্ষর প্যাটেল (৪৪) ও নিতিশ কুমার রেড্ডিকেও (৮) আউট করেন এই লেগ স্পিনার। তবে নবম উইকেটে হার্শিত রানা ও আর্শদীপ সিংয়ের ২৯ বলে ৪৭ রানের জুটিতে লড়াই করার মতো সংগ্রহ পায় ভারত। ৪ উইকেট নেন ম্যাচসেরা জ্যাম্পা।

রান তাড়ায় মিচেল মার্শ ও ট্রাভিস হেড দেখেশুনে শুরু করলেও বেশি দূর যেতে পারেননি। মার্শকে (১১) কট বিহাইন্ড করে ৩০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আর্শদীপ। নিজের স্বভাববিরোধী ইনিংস খেলা হেড ফেরেন ৪০ বলে ২৮ রান করে।

তৃতীয় উইকেটে ম্যাট রেনশকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শর্ট। তবে দারুণ খেলতে থাকা রেনশকে (৩০) বোল্ড করে ৫৫ রানের জুটিটি ভাঙেন অক্ষর। দ্রুত ফেরেন অ্যালেক্স ক্যারিও (৯)।

পঞ্চম উইকেটে শর্ট ও কনোলি আরেকটি ৫৫ রানের জুটি গড়েন। ৭৪ রান করা শর্টকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হার্শিত। এরপর ক্রিজে এসেই কনোলিকে নিয়ে ঝড় তোলেন মিচেল ওয়েন। ২৩ বলে ৩৬ রান করা ওয়েনকে ফেরানোর পর দ্রুত আরও দুই উইকেট তুলে নিয়ে নাটকীয় কিছুর আভাস দেয় ভারত। কিন্তু কনোলির কল্যাণে তা আর হয়নি।

শনিবার সিডনিতে হবে সিরিজের শেষ ম্যাচ।

মন্তব্য করুন: