প্রথম টি-টুয়েন্টির একাদশে নেই জাকের

২৭ অক্টোবর ২০২৫

প্রথম টি-টুয়েন্টির একাদশে নেই জাকের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন সবশেষ সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া জাকের আলী অনিক।

সোমবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস হেরে আগে বল করবে লিটন দাসের দল।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজে লিটনের অনুপস্থিতিতে জাকেরের নেতৃত্বে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশড করেছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো হচ্ছিল না এই ব্যাটারের। সবশেষ ১০ টি-টুয়েন্টি ইনিংসে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন চারবার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে একাদশে স্পিনারদের আধিপত্য থাকলেও এই ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: