দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

৩ নভেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

শেফালি ভার্মা ও দীপ্তি শর্মার অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ঘরের মাঠে গ্যালারি ভর্তি দর্শকের সামনে শিরোপা লড়াইয়ে প্রোটিয়াদের ৫২ রানে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দেশটি।

রোববার নাভি মুম্বাইয়ে বৃষ্টির কারণে দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রান তোলে ভারত। জবাবে অধিনায়ক লরা উলভার্টের সেঞ্চুরির পর ২৭ বল আগে ২৪৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে ২০০৫ ও ২০১৭ সালের আসরের ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ না পাওয়া ভারত চ্যাম্পিয়ন হলো তৃতীয়বারের চেষ্টায়। অন্যদিকে এবারই প্রথম ফাইনালে উঠেছিল প্রোটিয়ারা।

ওপেনিংয়ে ৭৮ বলে ৮৭ রানের ইনিংসের পর বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ের নায়ক শেফালি। অথচ ফাইনাল সেরার পুরস্কার পাওয়া এই ক্রিকেটার টুর্নামেন্টের শুরুতে দলেই ছিলেন না। মূল দল তো নয়ই, রিজার্ভ স্কোয়াডে ছিল না তার নাম। লিগ পর্বের শেষ ম্যাচে প্রতিকা রাওয়াল চোট পেয়ে ছিটকে গেলে সেমি-ফাইনালের আগে ডাক পেয়েছিলেন এই ডানহাতি অলরাউন্ডার।

অন্যদিকে ৫৮ বলে ৫৮ রান করার পর বল হাতে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং-অর্ডার গুঁড়িয়ে দেন দীপ্তি। টুর্নামেন্ট সেরা হয়েছেন এই অলরাউন্ডার।

ওপেনিংয়ে শেফালির সঙ্গে ১০৪ রানের জুটিতে ভারতকে বড় সংগ্রহের ভিত এনে দেন স্মৃতি মান্ধানা। ৪৫ রান করা বাঁহাতি এই ব্যাটারের বিদায়ে ভাঙে এই জুটি। শেষ দিকে রিচা ঘোষের ২৪ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসে তিনশর কাছাকাছি সংগ্রহ পায় ভারত।

লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার হয়ে একাই লড়াই চালান উলভার্ট। ৯৬ বলে সেঞ্চুরি পূর্ণ করে দলকে জয়ের পথে রেখেছিলেন ডানহাতি এই ব্যাটার। এরই সঙ্গে ছেলে কিংবা মেয়েদের কোনো বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার হয়ে যান তিনি।

কিন্তু ১০১ রান করা প্রোটিয়া অধিনায়ককে দীপ্তি তুলে নিলে ফিকে হয়ে যায় প্রোটিয়াদের শিরোপা জয়ের আশাও। ২৬ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৫ ওভার ৩ বলে অলআউট হয় তারা।

মন্তব্য করুন: