আয়ারল্যান্ড সিরিজের টেস্ট দল থেকে বাদ বিজয়, ফিরলেন জয়
৪ নভেম্বর ২০২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়। তার বদলে জায়গা পেয়েছেন আরেক ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয়।
মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চার পেসারের সঙ্গে আছেন তিন স্পিনার।
নাহিদ রানা ও হাসান মাহমুদের সঙ্গে পেস আক্রমণে আছেন খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। অন্যদিকে দুই অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে আছেন এখনও টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে বাঁহাতি এই স্পিনার ৩৯ ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে এখন পর্যন্ত তিন ইনিংসে তার শিকার ১১ উইকেট।
শ্রীলঙ্কার মাটিতে গত জুনে অনুষ্ঠিত হওয়া সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বিজয় ছাড়াও বাদ পড়েছেন সিরিজে যৌথভাবে সর্বোচ্চ ৯ উইকেট নেওয়া অফ স্পিনার নাঈম হাসান। এছাড়া কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
সেই সিরিজের চার ইনিংসেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ ছিলেন বিজয়। মোট রান করেন ২৩, যার মধ্যে দুটিতে সাজঘরের পথ দেখেন রানের খাতা খোলার আগেই। আউট হওয়ার ধরনগুলোও ছিল বেশ দৃষ্টিকটু।
অন্যদিকে গত বছর এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট খেলার পর দলে ফিরলেন জয়। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ৩৪ ইনিংসে ৭৭৫ রান করেছেন ডানহাতি এই ব্যাটার, গড় ২২ দশমিক ৭৯।
আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ১৯ নভেম্বর। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন, হাসান মুরাদ।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: