চোট কাটিয়ে ভারতের টেস্ট দলে পান্ত
৫ নভেম্বর ২০২৫
চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা ভারত দলে ফিরেছেন রিশাভ পান্ত। এই উইকেটকিপার-ব্যাটার ছাড়াও দলে ফিরেছেন পেসার আকাশ দীপ।
বুধবার শুভমান গিলকে অধিনায়ক করে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত মাসে ঘরের মাঠে ২-০ ব্যবধানে জেতা টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার এন জগদীশন ও পেসার প্রসিদ্ধ কৃষ্ণ।
গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে পায়ে চোট পেয়ে মাঠ থেকে ছিটকে যান পান্ত। এ কারণে খেলতে পারেননি ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজেও। অন্যদিকে ইংল্যান্ড সফরের পর থেকে পিঠের চোটে ভুগছিলেন আকাশ। চোট কাটিয়ে রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচে খেলেছিলেন তিনি।
গত সপ্তাহে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেন পান্ত। এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো ম্যাচে মাঠে নামেন তিনি। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৯০ রানের ইনিংস খেলে ২৭৫ রানের লক্ষ্য তাড়া করে দলকে জয় এনে দেন বাঁহাতি এই ব্যাটার।
ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল, যশপ্রীত বুমরাহ, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর বর্তমানে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি সিরিজে আছেন। পাঁচ ম্যাচের সিরিজটি আগামী ৮ নভেম্বর শেষ হলে তারা টেস্ট দলে যোগ দেবেন।
আগামী ১৪ নভেম্বর কলকাতায় শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। ২২ নভেম্বর গুয়াহাটিতে শুরু হবে সিরিজের শেষ ম্যাচটি।
২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে তিন নম্বরে আছে ভারত। পঞ্চম স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দল:
শুভমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সোয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ।















মন্তব্য করুন: