অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত
৬ নভেম্বর ২০২৫
লক্ষ্যটা খুব একটা বড় ছিল না অস্ট্রেলিয়ার জন্য। কিন্তু ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে ২১ রানের ভেতর শেষ ৬ উইকেটের পতনে ম্যাচ হেরে গেছে তারা। ৪৮ রানের জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
বৃহস্পতিবার গোল্ড কোস্টে সিরিজের চতুর্থ ম্যাচে ৮ উইকেটে ১৬৭ রান তোলে ভারত। জবাবে ১০ বল আগে ১১৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন অভিষেক শর্মা ও শুভমান গিল। অভিষেককে (২৮) বিদায় করে ৫৬ রানের এই জুটি ভাঙেন অ্যাডাম জ্যাম্পা। এরপর গিল, শুবম দুবে অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটে একটা সময় বড় সংগ্রহের পথেই ছিল সফরকারীরা।
কিন্তু ১৫তম ওভারের প্রথম বলে গিলকে (৪৬) বোল্ড করে সেই পথে বাধা হয়ে দাঁড়ান ন্যাথান এলিস। পরের ওভারে সূর্যকুমারকে (২০) তুলে নেন জেভিয়ার বার্টলেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ ৬ ওভারে ৪৬ রান তুলতে পারে ভারত। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের ১২ ও অক্ষর প্যাটেলের অপরাজিত ঝড়ো ২১ রানের সুবাদে লড়াই করার মতো সংগ্রহ পায় তারা।
লক্ষ্য তাড়ায় অধিনায়ক মিচেল মার্শ ও ম্যাথিউ শর্টের (২৫) উদ্বোধনী জুটি থেকে আসে ৩৭ রান। এরপর জশ ইংলিস (১২) ও মার্শের (৩০) ব্যাটে ভালো অবস্থানেই ছিল অস্ট্রেলিয়া। কিন্তু ৪ বলের ব্যবধানে এই দুই ব্যাটার সাজঘরে ফিরলে চাপে পড়ে তারা।
টিম ডেভিড (১৪) ও জশ ফিলিপির (১০) বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পুরো ব্যাটিং-অর্ডার। ৫ উইকেটে ৯৮ রানে থাকা দলটি অলআউট হয় আর ২১ রান যোগ করতেই। চোট কাটিয়ে দলে ফেরা গ্লেন ম্যাক্সওয়েলকে (২) বোল্ড করেন বরুণ চক্রবর্তী। স্বাগতিকদের শেষ পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কের দেখা পাননি।
অফস্পিনে ৮ বলে ৩ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াশিংটন। দুটি করে উইকেট নেন অক্ষর ও দুবে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জেতেন অক্ষর।
শনিবার ব্রিসবেনে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।















মন্তব্য করুন: