২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘ফাইনাল হবে আহমেদাবাদে’

৬ নভেম্বর ২০২৫

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘ফাইনাল হবে আহমেদাবাদে’

ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। শিরোপা লড়াইয়ের মঞ্চ হিসেবে ভারতের আহমেদাবাদকে ঠিক করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

বৃহস্পতিবারের প্রতিবেদনে জানানো হয়, আহমেদাবাদ ছাড়াও ভারতের কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। শ্রীলঙ্কার দুটি ভেন্যু হিসেবে কলম্বো ও ক্যান্ডিকে ঠিক করা হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বলা হয়, আগামী সপ্তাহের মধ্যে বিশ্বকাপের সূচি প্রকাশ করতে পারে আইসিসি।

২০ দল নিয়ে ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপ শেষ হবে ৮ মার্চ। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। তবে পাকিস্তান ফাইনালে উঠলে আহমেদাবাদের বদলে শিরোপা লড়াই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

এবারের বিশ্বকাপও ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ২০ দল চারটি আলাদা আলাদা গ্রুপে ভাগ হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখানে চারটি করে দল নিয়ে দুটি আলাদা গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমি-ফাইনালে।

ইতোমধ্যেই টুর্নামেন্টের ২০টি দল নির্ধারণ হয়ে গেছে। স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা। গত বিশ্বকাপের শীর্ষ সাতটি দল হিসেবে জায়গা পেয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা পেয়েছে পাকিস্তান, নিউ জিল্যান্ড ও আয়াল্যান্ড। আর বাছাইপর্ব পেরিয়ে এসেছে কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নাবিমিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

বার্বাডোজে অনুষ্ঠিত সবশেষ আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছিল ভারত।

মন্তব্য করুন: