ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানকে গুঁড়িয়ে সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা
৭ নভেম্বর ২০২৫
শুরুর বিপর্যয় কাটিয়ে তিন ফিফটিতে লড়াকু সংগ্রহ গড়েছিল পাকিস্তান। রান তাড়ার শুরুর দিকে কুইন্টন ডি কককে ফেরানোর সুযোগ হাতছাড়া করেছিল তারা। এরপর বাঁহাতি এই ওপেনারকে থামাতে পারেনি আর কেউই। তার দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে স্বাগতিকদের ৮ উইকেটে উড়িয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার ফয়সালাবাদে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাইম আইয়ুব, সালমান আলী আগা ও মোহাম্মদ নাওয়াজের ফিফটিতে ৯ উইকেটে ২৬৯ রান তোলে পাকিস্তান। জবাবে ৫৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়ারা।
২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়া ডি কক এই সিরিজ দিয়ে ফিরেছেন ৫০ ওভারের ক্রিকেটে। প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে ফিফটির পর এবার হাঁকালেন সেঞ্চুরি। ব্যক্তিগত ১৫ রানে জীবন পাওয়া এই উইকেটকিপার-ব্যাটার মাঠ ছাড়েন ১২৩ রানে অপরাজিত থেকে। ১১৯ বলের ইনিংসটি সাজান ৮ চার ও ৭ ছক্কায়।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নান্দ্রে বার্গারের পেস তোপে শুরুর পাঁচ ওভারের ভেতর ফখর জামান (০), বাবর আজম (১১) ও মোহাম্মদ রিজওয়ানের (৪) উইকেট হারায় পাকিস্তান। চতুর্থ উইকেটে ৯২ রানের জুটি গড়ে সেই বিপর্যয় সামাল দেন সাইম ও সালমান। ৫৩ রান করা সাইমের বিদায়ে এই জুটি ভাঙে।
এরপর ষষ্ঠ উইকেটে নাওয়াজকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন সালমান। ৬৯ রান করা এই ব্যাটারের বিদায়ে ভাঙে ৫৯ রানের জুটিটি। এরপর নাওয়াজের ৫৯ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় স্বাগতিকরা।
রান তাড়ায় প্রথম ১০ ওভারের ভেতর জীবন পান দুই প্রোটিয়া ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ডি কক। ষষ্ঠ ওভারে ১৮ রানে থাকা প্রিটোরিয়াসের ফিরতি ক্যাচ নিতে ব্যর্থ হন নাসিম শাহ। আর দশম ওভারে স্কয়ার লেগে ১৫ রানে থাকা ডি ককের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন নাওয়াজ।
এরপর প্রিটোরিয়াস ও ডি ককের উদ্বোধনী জুটি থেকে আসে ৮১ রান। দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জিকে নিয়ে ১৫৩ রানের জুটি গড়ে দলের জয় সহজ করে দেন ডি কক। এর মাঝে ৯৬ বলে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন তিনি। ডি জর্জি ফেরেন ৭৬ রান করে।
একই ভেন্যুতে শনিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।















মন্তব্য করুন: