পঞ্চম টি-টুয়েন্টি পরিত্যক্ত, সিরিজ জিতল ভারত

৮ নভেম্বর ২০২৫

পঞ্চম টি-টুয়েন্টি পরিত্যক্ত, সিরিজ জিতল ভারত

ব্রিসবেনের গ্যাবায় ঝড়ো আবহাওয়ার কারণে অস্ট্রেলিয়া ও ভারতের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সূর্যকুমার যাদবের দল।

শনিবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল ঝড়ো সূচনা করেন। ৪ ওভার ৫ বলে দুই ওপেনার মিলে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান যোগ করেছিলেন। এরপর বজ্রপাতের কারণে খেলা থেমে যায়।

গ্যাবার গ্যালারি ভর্তি দর্শকরা খেলা আবার শুরুর আশা নিয়ে অপেক্ষা করলেও ঝড়ো আবহাওয়ার উন্নতি না হওয়ায় প্রায় আড়াই ঘণ্টা পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ক্যানবেরায় সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এরপর মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে জশ হ্যাজলউডের বোলিং নৈপুণ্যে চার উইকেটে জেতে অস্ট্রেলিয়া। এরপর হোবার্টে তৃতীয় ম্যাচ ৫ উইকেটে জেতে ভারত। গোল্ড কোস্টে চতুর্থ ম্যাচ ৪৮ রানে জিতে সিরিজে এগিয়ে যায় তারা।

৪০.৭৫ গড়ে সিরিজে ১৬৩ রান করে সিরিজসেরা হন অভিষেক।

মন্তব্য করুন: