হাসারাঙ্গাকে থামিয়ে রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের জয়
১২ নভেম্বর ২০২৫
শুরুর ধাক্কা সামলে সালমান আলী আগার সেঞ্চুরিতে তিনশ ছোঁয়া লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। রান তাড়ায় শুরুটা দুর্দান্ত করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় খেই হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। এরপর ঝড়ো ব্যাটিংয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত তা আর হয়নি। ৬ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেছে শাহিন শাহ আফ্রিদির দল।
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে ২৯৯ রান তোলে পাকিস্তান। ৯ উইকেটে ২৯৩ রানে থামে লঙ্কানদের ইনিংস।
ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ১০৫ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন সালমান। ডানহাতি এই ব্যাটার তার ৮৭ বলের ইনিংসটি সাজান ৯ চারে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯৫ রানের ভেতর শুরুর চার ব্যাটারকে হারায় পাকিস্তান। দলীয় ১৪ রানে সাইম আইয়ুবকে হারানোর পর ফখর জামান ও বাবর আজমের জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টায় থাকে স্বাগতিকরা। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ান হাসারাঙ্গা। ফখরকে (৩২) ফিরিয়ে ৫৪ রানের জুটিটি ভাঙার পর মোহাম্মদ রিজওয়ানকেও (৫) তুলে নেন এই লেগ স্পিনার। খানিকবাদে বাবরকে (২৯) বোল্ড করেন তিনি।
পঞ্চম হুসেইন তালাতকে নিয়ে ১৩৮ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন ম্যাচ সেরা সালমান। ৬২ রান করা তালাতের বিদায়ের পর মোহাম্মদ নাওয়াজের সঙ্গে (৩৬) শেষ ৪০ বলে আরও ৬৬ রান যোগ করেন ডানহাতি এই ব্যাটার। তিনি সেঞ্চুরি তুলে নেন ৮৩ বলে।
প্রথম ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্রেফ ১১৯ রান করতে পারা পাকিস্তান শেষ ২০ ওভারে তোলে ১৮০ রান, হারায় কেবল ১ উইকেট।
পাতুম নিসাঙ্কা ও কামিল মিশারার ৭০ বলে ৮৫ রানের শুরুটা দুর্দান্ত হয় শ্রীলঙ্কার। তবে আগুন ঝরানো বোলিংয়ে ৫ বলের ভেতর ৩ উইকেট তুলে নিয়ে রানের লাগাম টেনে ধরেন হারিস রউফ। পরের ব্যাটাররা ভালো শুরু পেলেও স্বাগতিক পেসারদের নৈপুণ্যে ক্রিজে থিঁতু হতে পারেননি।
দলীয় ২১০ রানে সপ্তম উইকেট পতনের পর টেইলএন্ডারদের নিয়ে ঝড় তোলেন হাসারাঙ্গা। ৪৫ বলে তুলে নেন ফিফটি। শেষ দুই ওভারে জয়ের জন্য লঙ্কানদের দরকার ছিল ২৩ রান, হাতে ছিল ২ উইকেট। কিন্তু ৪৯তম ওভারে ৫২ বলে ৫৯ রান করা হাসারাঙ্গাকে তুলে নিয়ে সফরকারীদের জয়ের আশা শেষ করে দেন নাসিম শাহ। শেষ ওভারে মহীশ তিকশানা দুটি চার মারলেও সমীকরণ মেলাতে পারেননি।
হারিস নেন ৪ উইকেট। নাসিম ও ফাহিম আশরাফের শিকার দুটি করে।
বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।















মন্তব্য করুন: