বুমরাহর পেস তোপে প্রথম দিনে ভারতের দাপট
১৪ নভেম্বর ২০২৫
এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটনের ব্যাটে শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু যশপ্রীত বুমরাহর পেস তোপে দিশেহারা হয়ে প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হয়েছে সফরকারীরা। এরপর সাবধানী ব্যাটিংয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।
শুক্রবার কলকাতায় শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩৭ রান। এখনও পিছিয়ে আছে ১২২ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দলের খাতায় ৫৭ রান যোগ করেন মারক্রাম ও রিকেলটন। একাদশ ওভারে বোলিংয়ে ফিরে রিকেলটনকে (২৩) বোল্ড করে এই জুটি ভাঙেন বুমরাহ। ডানহাতি এই পেসার নিজের ওভারে তুলে নেন মারক্রামকেও (৩১)।
চোট কাটিয়ে দলে ফেরা অধিনায়ক টেম্বা বাভুমাকে (৩) দ্রুত তুলে নেন কুলদীপ যাদব। চতুর্থ উইকেটে ভিয়ান মুল্ডার ও টনি ডি জর্জি চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। মুল্ডারকে (২৪) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন কুলদীপ। এরপর ক্রিজে থিঁতু হতে পারেননি আর কেউই। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৫ ওভারে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১৩ রানে শেষ ৫ উইকেট হারায় সফরকারীরা।
৭৪ বলে ১৫ রানে অপরাজিত থাকেন ট্রিস্ট্যান স্টাবস। ২৭ রানে ৫ উইকেট নেন বুমরাহ।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতেরও। মার্কো ইয়েনসেনের বলে যশস্বী জয়সোয়াল (১২) বোল্ড হলে ভাঙে ১৮ রানের জুটি। এরপর দিনের বাকিটা সময় সাবধানী ব্যাটিংয়ে পার করেন লোকেশ রাহুল (১৩*) ও ওয়াশিংটন সুন্দর (৬*)।















মন্তব্য করুন: