৮০৭ দিন পর করা সেঞ্চুরিতে সাইদ আনোয়ারের পাশে বাবর
১৫ নভেম্বর ২০২৫
আড়াই বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে শতক হাকিয়ে পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার সাইদ আনোয়ারের পাশে বসেছেন বাবর আজম।
২০তম সেঞ্চুরিতে ওয়ানডেতে পাকিস্তানের হয়ে যৌথভাবে সর্বোচ্চ শতকের মালিক এখন বাবর। ২৪৪ ইনিংসে ২০টি শতক হাঁকিয়েছিলেন সাঈদ আনোয়ার। কিংবদন্তি এই ওপেনারকে স্পর্শ করতে বাবর খেলেছেন ১৩৬ ইনিংস।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার দেওয়া ২৮৯ রানের লক্ষ্যে ১০ বল ও ৮ হাতে রেখে পৌঁছায় স্বাগতিকরা। দলকে জেতাতে ১১৯ বলে ৮ চারে ১০২ রানে অপরাজিত থাকেন বাবর।
সব ফরম্যাট মিলিয়ে জাতীয় দলের জার্সিতে ডানহাতি এই ব্যাটার তিন অঙ্কের দেখা পান ২০২৩ সালের আগস্টের পর। সেবার এশিয়া কাপে নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর মধ্য দিয়ে ৮০৭ দিন ও ৮৩ ইনিংস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন বাবর।
ইনিংসের হিসেবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ২০টি শতক হাঁকান বাবর। সবচেয়ে কম ১০৮ ইনিংসে এই কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। তার পরের স্থানে থাকা ভারতের বিরাট কোহলির লেগেছিল ১৩৩ ইনিংস।
পাকিস্তানের মাটিতে এককভাবে সবচেয়ে বেশি ওয়ানডে শতকের মালিক এখন বাবর। ৩১ ইনিংসে তার সেঞ্চুরি সংখ্যা আটটি। এতদিন মোহাম্মদ ইউসুফের সঙ্গে ঘরের মাঠে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন তিনি।
দলকে জেতাতে দ্বিতীয় উইকেটে ফখর জামান ও তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দুটি শতরানের জুটি গড়েন বাবর। সব মিলিয়ে দেশের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ৪০টি শতরানের জুটির অংশ থাকলেন তিনি। এই তালিকার তার ওপরে থাকা ইনজামাম-উল-হক মোট ৪১টি শতরানের জুটির অংশ ছিলেন।















মন্তব্য করুন: