মিচেলের সেঞ্চুরিতে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু নিউ জিল্যান্ডের

১৬ নভেম্বর ২০২৫

মিচেলের সেঞ্চুরিতে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু নিউ জিল্যান্ডের

শুরুর ধাক্কা সামলে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ গড়েছিল নিউ জিল্যান্ড। লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি কেউ। তবে শেষ দিকে জাস্টিন গ্রিভস ও রোমারিও শেফার্ডের ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা আশা জেগেছিল জয়ের। কিন্তু তা সামলে ৭ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে কিউইরা।

রোববার ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে ২৬৯ রান তোলে নিউ জিল্যান্ড। জবাবে ৬ উইকেটে ২৬২ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস।

১১৮ বলে ১২ চার ও ২ ছক্কায় ১১৯ রান করে ম্যাচসেরা হয়েছেন মিচেল। তবে ডানহাতি এই ব্যাটারকে নিয়ে আছে দুশ্চিন্তাও। কুঁচকির চোটের কারণে পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাথিউ ফোর্ডের করা সপ্তম ওভারে পরপর দুই বলে রাচিন রবীন্দ্র (৪) ও উইল ইয়ংকে (০) হারায় নিউ জিল্যান্ড। ২৪ রানে ২ উইকেটের পতনের পর ক্রিজে আসা মিচেল থাকেন শেষ ওভার পর্যন্ত। তৃতীয় উইকেটে ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে দলের প্রথমিক বিপর্যয় সামাল দেন তিনি। ৪৯ রান করা কনওয়ের বিদায়ে ভাঙে এই জুটি।

পরের ব্যাটারদের নিয়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেওয়ার পথে রাখেন মিচেল। ১০৭ বলে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। শেষ ওভারের প্রথম বলে তাকে ফেরান জেইডেন সিলস।

লক্ষ্য তাড়ায় ১০ রানে ওপেনার জন ক্যাম্পবেলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে অ্যালিক অ্যাথানেজ ও কেইসি কার্টি ৬০ রানের জুটি গড়লেও খেলেন ১০৮ বল। ক্যারিবিয়ানদের দলীয় ১০০ রান পূর্ণ হয় ২৮তম ওভারের শেষ বলে।

শারফেইন রাদারফোর্ডের ৬১ বলে ৫৫ রানের ইনিংসে রানের গতি কিছুটা বাড়ে। শেষ পাঁচ ওভারে জয়ের জন্য তাদের সমীকরণ দাঁড়ায় ৬১ রান। প্রথম বলে রাদারফোর্ড সাজঘরে ফেরার পর ঝড় তোলেন গ্রিভস ও শেফার্ড। এই দুই ব্যাটার ২৯ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লেও শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেননি।

আগামী বুধবার নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: