সহজ জয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশড করল পাকিস্তান

১৭ নভেম্বর ২০২৫

সহজ জয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশড করল পাকিস্তান

পাঁচজন ব্যাটার ভালো শুরু পেলেও বড় সংগ্রহ গড়তে পারেনি শ্রীলঙ্কা। অল্প পুঁজিতে বোলিংয়েও দারুণ কিছু করে দেখাতে পারল না তারা। ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৬ উইকেটের সহজ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশড করেছে পাকিস্তান।

রোববার রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২১১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ৩২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় শাহিন শাহ আফ্রিদির দল।

এই নিয়ে তৃতীয়বারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশড করল পাকিস্তান।

পাতুম নিসাঙ্গা ও কামিল মিশারার ব্যাটে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। নবম ওভারের প্রথম বলে নিসাঙ্কাকে (২৪) বোল্ড করে ৫৫ রানের উদ্বোধনী জুটিটি ভাঙেন হারিস রউফ। সঙ্গীর বিদায়ের পর আরেক ওপেনার মিশারাও (২৯) ফেরেন দ্রুত।

তৃতীয় উইকেটে চাপ সামাল দেওয়ার চেষ্টায় ৪৩ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। কুশলকে (৩৪) বোল্ড করে মোহাম্মদ ওয়াসিম এই জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে সফরকারীরা। ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করা সামারাবিক্রমাকে ফেরান বাঁহাতি রিস্ট স্পিনার ফয়সাল আকরাম। দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেওয়ার চেষ্টায় থাকা পবন রত্নায়েকে (৩২) রানআউটে কাটা পড়লে ৪৫ ওভার ২ বলে থামে লঙ্কানদের ইনিংস।

৩ উইকেট নেন ম্যাচসেরা ওয়াসিম। দুটি করে শিকার রউফ ও আকরামের।

লক্ষ্য তাড়ায় শুরুতেই হাসিবউল্লাহ খানের (০) উইকেট হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেটে ফখর ও বাবর আজমের ৮২ রানের জুটিতে তা কাটিয়ে ওঠে তারা। ক্যারিয়ারের ১৯তম ফিফটিতে ৫৫ রান করা ফখরকে তুলে নিয়ে এই জুটি ভাঙেন জেফ্রি ভ্যান্ডারসে। খানিকবাদে বাবরকে (৩৪) বোল্ড করেন এই লেগ স্পিনার। দারুণ ছন্দে থাকা সালমান আলী আগাকে (৬) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

পঞ্চম উইকেটে হুসেইন তালাতের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান রিজওয়ান। দলটির সাবেক এই অধিনায়ক অপরাজিত থাকেন ৬১ রানে। ৪২ রানে অপরাজিত থাকেন তালাত।

মন্তব্য করুন: