ওয়ানডে ব্যাটিংয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে মিচেল
১৯ নভেম্বর ২০২৫
রোহিত শর্মাকে সরিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ড্যারিল মিচেল। নিউ জিল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ব্যাটারদের শীর্ষস্থান পেলেন ডানহাতি এই ব্যাটার।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৭৮২ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে আসেন মিচেল। তার চেয়ে মাত্র এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত।
১৯৭৯ সালে নিউ জিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন গ্লেন টার্নার। এরপর মার্টিন ক্রো, কেইন উইলিয়ামস ও রস টেইলের মতো দেশটির ব্যাটিং কিংবদন্তিরা বিভিন্ন সময় তালিকার শীর্ষ পাঁচে থাকলেও কখনও এক নম্বরে যেতে পারেননি।
গত রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৯ রানের ইনিংস খেলে চূড়ায় উঠলেন মিচেল। শীর্ষে উঠতে তিনি ৫১ ইনিংস খেলেছেন।
অন্যদিকে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন টেম্বা বাভুমা। কলকাতা টেস্টে ভারতের বিপক্ষে ৩০ রানে জয়ের ম্যাচে একমাত্র ফিফটি আসে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ব্যাট থেকে। র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি।
এছাড়া শীর্ষ চারটি অবস্থানে আর কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। পরের তিনটি অবস্থানে আছেন যথাক্রমে হ্যারি ব্রুক, কেইন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ৪ ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় সবার ওপরে থাকা বাঁহাতি এই ব্যাটার আছেন ৩৪ নম্বরে।
১৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট জেতাতে বল হাতে ভূমিকা রাখা পেসার মার্কো ইয়েনসেন এক ধাপ এগিয়ে আছেন বোলারদের র্যাঙ্কিংয়ের ১১ নম্বরে। প্রথম ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে মোট ৬ উইকেট নেওয়া ভারতের যশপ্রীত বুমরাহ যথারীতি আছেন বোলারদের তালিকার শীর্ষে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে মোট ৫ উইকেট পাওয়া তাইজুল ইসলামের তিন ধাপ অবনমন হয়েছে। বাঁহাতি এই স্পিনার আছেন ১৯ নম্বরে।















মন্তব্য করুন: