হোপের সেঞ্চুরি ম্লান করে ওয়ানডে সিরিজ নিউ জিল্যান্ডের

১৯ নভেম্বর ২০২৫

হোপের সেঞ্চুরি ম্লান করে ওয়ানডে সিরিজ নিউ জিল্যান্ডের

শাই হোপের ঝড়ো শতকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ডেভন কনওয়ের ফিফটি ও শেষ দিকে অধিনায়ক মিচেল স্যান্টনারের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউ জিল্যান্ড।

বুধবার নেপিয়ারে বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডে নেমে আসে ৩৪ ওভারে। অধিনায়ক হোপ ছাড়া আর কেউ ইনিংস বড় করতে না পারায় ৯ উইকেটে ২৪৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩৩ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছায় নিউ জিল্যান্ড।

৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন হোপ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরই হয় ক্যারিবিয়ানদের। ১০ ওভারের ভেতর ৪০ তুলতে ২ উইকেট হারায় তারা। তবে চার নম্বরে ব্যাটিংয়ে নামার পর থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন হোপ। তবে অপর প্রান্তে কেউই অধিনায়ককে লম্বা সময় সঙ্গ দিতে পারেননি।

জাস্টিন গ্রিভস (২২), রোমারিও শেফার্ড (২২) ও ম্যাথিউ ফোর্ড (২১) ছাড়া মিডল ও লোয়ার মিডল অর্ডারের আর কেউ বিশ রানের দেখা পায়নি। তবে একপ্রান্তে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে ৬৬ বলে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি তুলে নেন হোপ।

রান তাড়ায় কনওয়ে ও রাচিন রবীন্দ্রর শতরানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত পায় নিউ জিল্যান্ড। ৫৬ রান করা রবীন্দ্রকে ফিরিয়ে এই জুটি ভাঙেন গ্রিভস। এরপর দ্রুত উইল ইয়ং (১১) ও মার্ক চ্যাপম্যান (০) সাজঘরের পথ দেখলে কিছুটা চাপে পড়ে তারা। তবে তাদেরকে জয়ের পথে রাখেন কনওয়ে। ৯০ রান করে বাঁহাতি এই ব্যাটার সাজঘরে ফেরেন।

শেষ তিন ওভারে জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল ৪০ রান। স্যান্টনারের তাণ্ডবে ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় তারা। স্যান্টনার অপরাজিত থাকেন ১৫ বলে ৩৪ রানে।

আগামী শনিবার হ্যামিল্টনে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: