বিশ্বকাপের উদ্বোধনী দিনই মাঠে নামছে বাংলাদেশ, গ্রুপে ইংল্যান্ড-উইন্ডিজ
২৫ নভেম্বর ২০২৫
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে দুইবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। উদ্বোধনী দিনই ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টির বিশ্বসেরাদের দশম আসর শুরু করতে যাচ্ছে লিটন দাসের দল।
মঙ্গলবার মুম্বাইয়ে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের গ্রুপ ও সময় সূচি প্রকাশ করে আইসিসি। ‘সি’ গ্রুপে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও নেপাল এবং নবাগত ইতালিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।
আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে লিটন-মুস্তাফিজরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।
গ্রুপপর্বের পরের দুই ম্যাচও একই মাঠে খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি মাঠে নামবে তারা। নিজেদের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টাইগারদের প্রতিপক্ষ নেপাল।
২৯ দিন ব্যাপী টুর্নামেন্টটি হবে ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে। ভারতে খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়াম, দিল্লির অরুন জেটলি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে।
শ্রীলঙ্কায় ম্যাচগুলো হবে কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়াম, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড ও ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ ম্যাচ:
|
তারিখ ও বার |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
|
৭ ফেব্রুয়ারি, শনিবার |
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ |
বিকেল সাড়ে ৩টা |
কলকাতা |
|
৯ ফেব্রুয়ারি, সোমবার |
বাংলাদেশ-ইতালি |
সকাল সাড়ে ১১টা |
কলকাতা |
|
১৪ ফেব্রুয়ারি, শনিবার |
বাংলাদেশ-ইংল্যান্ড |
বিকেল সাড়ে ৩টা |
কলকাতা |
|
১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার |
বাংলাদেশ-নেপাল |
সন্ধ্যা সাড়ে ৭টা |
মুম্বাই |















মন্তব্য করুন: