দারুণ ছন্দে থাকা কোহলিকে নিয়ে ২০২৭ বিশ্বকাপের আলোচনা করতে মানা

১ ডিসেম্বর ২০২৫

দারুণ ছন্দে থাকা কোহলিকে নিয়ে ২০২৭ বিশ্বকাপের আলোচনা করতে মানা

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বিরাট কোহলিকে নিয়ে যখনই আলোচনা হয়, তখনই সমর্থকদের মনে চলে আসে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে এই তারকার ব্যাটিং দেখা যাবে কি না। ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানিয়েছেন, এ নিযে আলোচনা না করে সমর্থকদের উচিত বর্তমানে মনোনিবেশ করা।

রোববার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৭ রানের জয় পায় ভারত। জয়ের ভিত গড়ে দেওয়া কোহলি খেলেন ১২০ বলে ১৩৫ রানের ইনিংস। ওয়ানডেতে কিংবদন্তি এই ব্যাটারের এটি ছিল ৫২তম শতক।

৩৭ বছর কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে কেবল বর্তমানে কেবল ওয়ানডেতেই খেলছেন। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৯ বছর।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোহলির বিশ্বকাপে খেলার প্রসঙ্গে কোটাক বলেন, “আমি জানি না কেন আমাদের এই সব দেখতে হবে। সে সত্যিই ভালো ব্যাটিং করছে, এবং তার ভবিষ্যৎ নিয়ে আমাদের কথা বলার মতো কোনো কারণ দেখছি না।

"সে যেভাবে ব্যাটিং করছে, তা কেবল অসাধারণ। সে যেভাবে পারফর্ম করছে এবং তার ফিটনেসকোনো কিছু নিয়েই প্রশ্ন নেই। আমি মনে করি, সে যেভাবে খেলে এবং পারফর্ম করে তারপর এমন বিষয়গুলো (২০২৭ বিশ্বকাপ) নিয়ে কথা বলাই উচিত নয়। সেটা দুই বছর পরের ব্যাপার। এই সব নিয়ে কথা বলার কোনো মানে হয় না। আমাদের জন্য, একবার দল এলে এবং আমরা অনুশীলন শুরু করলে, আমরা কেবল উপভোগ করি।

কোহলি ছাড়াও রোহিতেরও আগামী বিশ্বকাপে খেলার বিষয় নিয়ে সমর্থকদের মনে ব্যাপক প্রশ্ন রয়েছে। ৩৮ বছর বয়সী রোহিতও কেবল ওয়ানডেতেই খেলছেন। সবশেষ তিন ইনিংসে যথাক্রমে ৭৩, ১২১* ৫৭ রান করেছেন।

রোহিত-কোহলির পারফরম্যান্স নিয়ে কোটাক বলেন, “স্বাভাবিকভাবেই, তারা তাদের অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নেয়। আমার মনে হয় না আমরা ২০২৭ বিশ্বকাপ নিয়ে কিছু আলোচনা করছি। তারা কেবল অসাধারণ, এবং তারা পারফর্ম করছে। তারা দলের জন্য অবদান রাখছে, যা আমাদের জন্য দারুণ ব্যাপার।

মন্তব্য করুন: