১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে কোহলি
৩ ডিসেম্বর ২০২৫
প্রায় ১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে যাচ্ছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের বিপক্ষে পরপর দুটি ওয়ানডে সিরিজের মাঝে সময়ে ভারতের ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্টটিতে দিল্লির হয়ে মাঠে নামবেন এই ব্যাটিং কিংবদন্তি।
মঙ্গলবার দিল্লি ও ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সচিব অশোক শর্মার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ইএসপিএন ক্রিকইনফো।
“তিনি অবশ্যই কয়েকটি ম্যাচ খেলবেন, তবে পুরো টুর্নামেন্টে খেলবেন কি-না, নিশ্চিত নই। ভারতের হয়ে ম্যাচের ওপর বিষয়টি নির্ভর করবে।”
আগামী ২৪ ডিসেম্বর আহমেদাবাদে শুরু হবে এবারের বিজয় হাজারে ট্রফি।
ভারতের হয়ে টি-টুয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়া কোহলি এখন কেবল ওয়ানডে ক্রিকেটে খেলেন। দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশনা থাকায় ২০০৯-১০ মৌসুমের পর আবারও বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামবেন কোহলি।
টুর্নামেন্টটিতে তিনি সবশেষ ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারিতে খেলেছিলেন। দিল্লির হয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটে কোহলি সবশেষ খেলেছিলেন ২০১৩ সালের সেপ্টেম্বরে, এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে। এই দুই টুর্নামেন্টেই দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজটি শেষ হবে আগামী শনিবার। এরপর ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি।
এর মাঝে বিজয় হাজারে ট্রফিতে প্রাথমিক পর্বে সাতটি ম্যাচ খেলবে দিল্লি, যা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
এই প্রতিযোগিতায় সব মিলিয়ে ১৪ ম্যাচে ৬৮ দশমিকি ২৫ গড় ও ১০৬ দশমিক ০৮ স্ট্রাইক রেটে কোহলির রান ৮১৯। তিনটি ফিফটির পাশাপাশি হাঁকিয়েছেন চারটি সেঞ্চুরি।
এর আগে চলতি বছরের শুরুতে দিল্লির হয়ে ঘরোয়া প্রথম শ্রেণির আসর রঞ্জি ট্রফিতে ১২ বছর পর মাঠে নামেন কোহলি।















মন্তব্য করুন: