কামিন্স-লায়নের নৈপুণ্যে অ্যাডিলেইড টেস্টের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া
১৮ ডিসেম্বর ২০২৫
উদ্বোধনী জুটি ভেঙে শুরুটা করে দিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। এক ওভার পর জোড়া আঘাতে ইংল্যান্ডের টপ-অর্ডার গুঁড়িয়ে দিলেন ন্যাথান লায়ন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় হয়নি বড় কোনো জুটি। দ্বিতীয় দিনের খেলা শেষে ১৫৮ রানে পিছিয়ে আছে ইংলিশরা। সফরকারীদের গুটিয়ে দিতে অস্ট্রেলিয়ার দরকার আর ২ উইকেট।
বৃহস্পতিবার অ্যাডিলেইডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২১৩ রান। ফলো-অন এড়ানোর পর ব্যবধান কমাতে জফরা আর্চারকে নিয়ে লড়ছেন অধিনায়ক বেন স্টোকস। নবম উইকেট জুটিতে এখন পর্যন্ত তারা যোগ করেছেন ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান।
এর আগে মিচেল স্টার্কের ফিফটির পর ৩৭১ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় অস্ট্রেলিয়া।
আগের দিন সেঞ্চুরি করা অ্যালেক্স ক্যারি এদিন উইকেটের পেছনে পাঁচ ক্যাচ নিয়ে নাম তুলেছেন রেকর্ড বইয়ে। অ্যাডাম গিলক্রিস্টের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটকিপার হিসেবে অ্যাশেজের এক টেস্টের একই ইনিংসে পাঁচটি ডিসমিসালে অবদান রাখলেন তিনি।
৮ উইকেটে ৩২৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম দুই ওভারে পাঁচটি বাউন্ডারি মেরে ৭৩ বলে ফিফটি পূর্ণ করেন স্টার্ক। এরই সঙ্গে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে ফিফটির দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটার। তার ৫৪ রানের ইনিংসটি থামান আর্চার। এরপর লায়নকে (৯) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে স্বাগতিকদের ইনিংস শেষ করেন এই গতি তারকা।
এদিন ৮ ওভার ২ বলে ৪৫ রান যোগ করে অস্ট্রেলিয়া। ২০১৯ সালের পর প্রথমবারের মতো টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নেন আর্চার। তার ক্যারিয়ারে চারবার ইনিংসে ৫ উইকেটের তিনটিই এলো অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তবে বড় জুটি গড়তে ব্যর্থ হন তারা। অষ্টম ওভারে ক্রলিকে (৯) কট বিহাইন্ড করিয়ে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন চোট কাটিয়ে দলে ফেরা কামিন্স।
দশম ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাতে অলি পোপ (৩) ও ডাকেটকে (২৯) তুলে নেন লায়ন। এরই সঙ্গে গ্লেন ম্যাকগ্রার ৫৬৩ উইকেটকে পেছনে ফেলে টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যান এই অফ স্পিনার। তার সামনে আছেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন (৭০৮)।
১৫ বলের ভেতর তিন টপ-অর্ডারকে হারিয়ে চাপে থাকা দলকে টেনে তোলার চেষ্টা করেন জো রুট ও হ্যারি ব্রুক। কিন্তু তা দীর্ঘস্থায়ী হতে দেননি কামিন্স। মধ্যাহ্ন ভোজের বিরতির পর রুটকে (১৯) ফিরিয়ে ২৯ রানের জুটি ভাঙেন অজি অধিনায়ক।
এরপর ইংল্যান্ড ইনিংসের একমাত্র অর্ধশত রানের জুটিটি করেন ব্রুক ও স্টোকস। কিন্তু ক্যামেরন গ্রিনের প্রথম ওভারেই ব্রুক (৪৫) ফিরলে ভাঙে ৫৬ রানের জুটিটি। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা জেইমি স্মিথকে (২২) ফেরান কামিন্স। তবে এই উইকেট নিয়েও হয়েছে স্নিকোমিটার বিতর্ক। রিপ্লে দেখে মনে হচ্ছিল, ব্যাট-বলের ব্যবধান আছে বেশ। তবে ওই সময়টাতে স্নিকোতে পরিষ্কার স্পাইকও ফুটে ওঠে। ফলে স্মিথকে আউট দেন থার্ড আম্পায়ার।
এরপর পরপর দুই ওভারে উইল জ্যাকস (৬) ও ব্রাইডন কার্সকে (০) ফেরান স্কট বোল্যান্ড। দিনের বাকিটা সময় দলকে আর কোনো বিপদে পড়তে দেননি স্টোকস ও আর্চার। ১৫১ বলে ৪৫ রান নিয়ে স্টোকস ও ৩০ রান করা আর্চার তৃতীয় দিনের খেলা শুরু করবেন।















মন্তব্য করুন: