মেলবোর্নে রেকর্ড দর্শকের সামনে প্রথম দিনেই পড়ল ২০ উইকেট
২৬ ডিসেম্বর ২০২৫
পিচে ঘাসের আস্তরন থাকায় একাদশে চার পেসার নিয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। সুবিধাজনক উইকেট পেয়ে বল হাতে জ্বলে উঠলেন দুই দলের পেসাররাই। তাতেই অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনেই শেষ হয়ে গেছে দুই দলের প্রথম ইনিংস। দুই সেশনে অলআউট হয়ে যাওয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে এক সেশনে গুটিয়ে দিয়ে আবার নেমেছে ব্যাটিংয়ে।
শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রথম দিনের খেলা শেষে ৪৬ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ১৫২ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ১১০ রানে। দ্বিতীয় ইনিংসে এক ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে অজিরা। ট্র্যাভিস হেডের সঙ্গে নাইট ওয়াচম্যান হিসেবে ওপেনিংয়ে নেমে ৪ রানে অপরাজিত আছেন স্কট বোল্যান্ড।
এদিন এমসিজিতে উপস্থিত হয়েছিলেন এদিন ৯৪ হাজার ১৯৯ জন দর্শক, যা ঐতিহাসিক এই মাঠে কোনো ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ। ভেঙে গেছে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ৯৩ হাজার ১৩ জন দর্শকের আগের রেকর্ড।
সারা দিনে পতন হয়েছে ২০ উইকেটের। এই মাঠে টেস্টের এক দিনে এর চেয়ে বেশি উইকেট পড়েছে কেবল একবারই। সেই ১৯০২ সালে অ্যাশেজ টেস্টের প্রথম দিন পড়েছিল ২৫ উইকেট। এরপর এখনে একদিনে ২০ উইকেট পতনের ঘটনা আছে আরও দুইবার।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ঘণ্টাতেই তিন টপ-অর্ডারকে হারায় অস্ট্রেলিয়া, ট্র্যাভিস হেডকে (১২) বোল্ড করে ২৭ রানের উদ্বোধনী জুটি ভেঙে যার শুরুটা করেন গাস অ্যাটকিনসন। এরপর মধ্যাহ্ন ভোজের বিরতির আগে জেইক ওয়েদারল্ড (১০), মার্নাস লাবুশেন (৬) ও স্টিভ স্মিথের (৯) উইকেট তুলে নেন জশ টাং।
৫১ রানে শুরুর চার ব্যাটারকে হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন উসমান খাজা (২৯) ও অ্যালেক্স ক্যারি (২০)। কিন্তু বিরতির পর দ্রুতই সাজঘরে ফেরেন তারা। সপ্তম উইকেটে ক্যামেরন গ্রিন ও মাইকেল নিসার ৫২ রানের জুটি গড়েন। গ্রিন (১৭) রানআউটে কাটা পড়লে এই জুটি ভাঙে। ১৫২ রানে থাকা অবস্থায় ৫ বলে শেষ ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন নিসার।
টাং নেন ৫ উইকেট, অ্যাটকিনসের শিকার দুটি।
জবাবে মিচেল স্টার্ক ও নিসারের পেস তোপে ৮ রানে তিন টপ-অর্ডারকে হারায় ইংল্যান্ড। তৃতীয় ওভারে বেন ডাকেটকে (২) ফিরিয়ে ৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্টার্ক। এরপরের দুই ওভারে সাজঘরের পথ দেখেন জ্যাকব বেথেল (১) ও জ্যাক ক্রলি (৫)।
১৫ বল খেলে রানের খাতা খোলার আগেই নিসারের শিকার হয়ে ফেরেন জো রুট। চলতি সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার শূন্য রানে আউট হলেন ইংল্যান্ডের সফলতম ব্যাটার। পঞ্চম উইকেটে অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে পাল্টা আক্রমণে দলের চাপ দেওয়ার চেষ্টা করেন হ্যারি ব্রুক। কিন্তু ডানহাতি এই ব্যাটার ৪১ রান করে বোল্যান্ডের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়লে ৫০ রানের জুটি ভেঙে যায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একশর আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল ইংলিশরা। কিন্তু দশম উইকেটে টাংকে নিয়ে অ্যাটকিনসনের ১৯ রানের জুটিতে তা আর হয়নি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান অ্যাটকিনসনকে বোল্ড করে ইনিংস গুটিয়ে দেন গ্রিন।
৪ উইকেট নেন নিসার। বোল্যান্ড ৩টি ও স্টার্ক ২টি উইকেট নেন।















মন্তব্য করুন: