চোটে পড়া আর্চারকে নিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল
৩০ ডিসেম্বর ২০২৫
চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা জোফরা আর্চারকে নিয়ে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এছাড়া অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সাদা বলের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা জশ টংও ডাক পেয়েছেন দলে।
মঙ্গলবার টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টুর্নামেন্ট শুরুর আগে এই দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দেশটি। সেখানে অবশ্য আর্চারকে পাবে না তারা। তার জায়গায় সেখানে খেলবেন ব্রাইডন কার্স। বিশ্বকাপ দলে জায়গা হয়নি ডানহাতি এই পেসারের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের অ্যাডিলেইড টেস্ট খেলার সময় সাইড স্ট্রেইনের চোট পান আর্চার। এই চোটে সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে যান তিনি। প্রথম তিন ম্যাচে শিকার করেন ৯ উইকেট।
আগামী ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান। ধারণা করা হচ্ছে, ওই ম্যাচের আগে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন আর্চার।
মেলবোর্ন টেস্টে ইংল্যান্ডের জয়খরা কাটানোর ম্যাচে বল হাতে অবদান রাখেন টাং। প্রথম ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এর আগে অ্যাডিলেইড টেস্টে নেন ৫ উইকেট। সিরিজের এই পারফরম্যান্সের অবদান হিসেবে ডানহাতি এই পেসার বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি।
শ্রীলঙ্কার মাটিতে টি-টুয়েন্টি সিরিজের আগে দেশটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ইংল্যান্ড। এই দুই সিরিজ ও বিশ্বকাপের দলে জায়গা হয়নি জেইমি স্মিথ, জর্ডান কক্স ও কনুইয়ের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা পেসার সাকিব মাহমুদ।
অ্যাশেজ সিরিজের ইংল্যান্ড দলে থাকা সাত জন আছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে। আগামী রোববার সিডনিতে শুরু অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট। এরপর যুক্তরাজ্যে ফিরবে ইংল্যান্ড দল। সেখান থেকে ১৮ জানুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে তারা।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আরেক স্বাগতিক শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ শুরু ২২ জানুয়ারি। পরের দুই ম্যাচ ২৪ ও ২৭ জানুয়ারি। তিনটি ম্যাচই হবে কলম্বোতে। পাল্লেকেলেতে টি-টুয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি এবং ১ ও ৩ ফেব্রুয়ারি।
টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক ও শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড দল:
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার (শুধু বিশ্বকাপ দলে), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স (শুধু শ্রীলঙ্কা সিরিজের দলে), স্যাম কারেন, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেইমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট, জশ টং, লুক উড।
শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের ওয়ানডে দল:
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারেন, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেইমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, লুক উড।















মন্তব্য করুন: