আফগানিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন ফারুকি-নাইব
৩১ ডিসেম্বর ২০২৫
মাস দুয়েক আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকি ও অলরাউন্ডার গুলবাদিন নাইব। তবে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে এই দুই ক্রিকেটারকে ফিরিয়েছে আফগানিস্তান।
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার রশিদ খানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে আফগানরা।
ফারুকি-নাইব ছাড়াও দলে ফিরেছেন নাভিন-উল-হক। ডানহাতি এই পেসার জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামেন ২০২৪ সালের ডিসেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টিতে।
সবশেষ ২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে চমক জাগানো পারফরম্যান্সে সেমি-ফাইনালে উঠেছিল আফগানিস্তান। আইসিসির কোনো টুর্নামেন্টে সেটিই তাদের সর্বোচ্চ সাফল্য। শেষ চারে উঠার পথে তারা হারিয়েছিল নিউ জিল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতো দলকে।
আগামী ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করবে আফগানিস্তান। ‘ডি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আর আমিরাত ও কানাডা।
একই দল নিয়ে বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরব আমিরাতে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে আফগানরা। ম্যাচগুলো আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আফগানিস্তান দল:
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইশাক, সেদিকউল্লাহ আতাল, দারভিশ রাসুলি, শাহিদউল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নুর আহমাদ, মুজিব উর রাহমান, নাভিন-উল-হাক, ফজলহক ফারুকি, আব্দুল্লাহ আহমাদজাই।
রিজার্ভ: এএম গাজানফার, ইজাজ আহমাদজাই ও জিয়া উর রাহমান শারিফি















মন্তব্য করুন: