ঘরের মাঠে ২০২৬ সালে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ
২ জানুয়ারি ২০২৬
ঘরের মাঠে ২০২৬ সালে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় (এফটিপি) থাকা সিরিজগুলো ছাড়াও গত বছর ভারতের বিপক্ষে স্থগিত হওয়া সাদা বলের সিরিজটি এ বছর খেলবে টাইগাররা।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সবগুলো সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। ম্যাচগুলোর ভেন্যু এখনও ঠিক করা হয়নি।
ভারত ছাড়াও এ বছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। বছর জুড়ে ঘরের মাঠে মোট ৪টি টেস্ট ১২টি ওয়ানডে ও ৯টি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।
টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে আগামী মার্চে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ১২ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ১৪ ও ১৬ মার্চ।
এপ্রিলে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে দেশে আসবে নিউ জিল্যান্ড। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। আর টি-টুয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৪ মে আবার বাংলাদেশে আসবে পাকিস্তান। ৮-১২ মে প্রথম এবং ১৬-২০ মে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত থাকবে।
সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২ জুন দেশে আসবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ৫, ৮ ও ১১ জুন। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ জুন। বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ তারিখে।
এরপর বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে সেপ্টেম্বর মাসে। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসবে ভারত। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর, আর টি-টুয়েন্টিগুলো হবে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। এই সিরিজটি গত বছর আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট দিয়ে ২০২৬ ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই ম্যাচ দুটি ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর এবং ৫-৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ঘরের মাঠের এই সিরিজগুলো ছাড়াও এ বছর জুলাইয়ে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। আগস্টে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে নাজমুল হোসেন শান্তর দল।















মন্তব্য করুন: