সিডনি টেস্টে ইংল্যান্ডের ১২ সদস্যের দলে বশির
২ জানুয়ারি ২০২৬
জয় দিয়ে অ্যাশেজ শেষ করার অপেক্ষায় থাকা ইংল্যান্ড শোয়েব বশিরকে নিয়ে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য ১২ সদস্যের দল দিয়েছে। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো সিরিজে মাঠে নামতে যাচ্ছেন পেসার ম্যাথিউ পটস।
আগামী রোববার সিডনিতে শুরু হবে এবারের অ্যাশেজের শেষ ম্যাচ। এর আগে শুক্রবার ম্যাচের জন্য দল ঘোষণা করে ইংলিশরা।
কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের যুগে যে কোনো টেস্টের সাধারণত দুই দিন আগেই একাদশ ঘোষণা করা ইংল্যন্ড এবার চূড়ান্ত একাদশ দিবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচের কন্ডিশন বুঝে। তবে শেষ পর্যন্ত এই ম্যাচের একাদশেও জায়গা নাও হতে পারে বশিরের।
দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে অস্ট্রেলিয়া সফরে আসা বশিরের এখন পর্যন্ত সিরিজের প্রথম চার টেস্টের কোনোটিতেও খেলার সুযোগ হয়নি। পার্থে প্রথম টেস্টের ১২ সদস্যের দলে থাকলেও পরে আর একাদশে জায়গা পাননি এই অফ স্পিনার। পরের ম্যাচগুলোতে তার বদলে দল আস্থা রাখে স্পিন-অলরাউন্ডার উইল জ্যাকসের ওপর।
প্রথম তিন টেস্ট জিতেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তবে মেলবোর্নে জিতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় ১৫ বছরের টেস্ট জয়ের খরা কাটায় ইংলিশরা। সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় সিডনি টেস্ট থেকে ছিটকে যান পেসার গাস অ্যাটকিনসন। ফলে তার জায়গায় সিরিজের শেষ টেস্টে পটসের খেলা এখন অনেকটাই নিশ্চিত।
পটস ১০ টেস্টের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। প্রথমবার অ্যাশেজে খেলতে নামার অপেক্ষায় থাকা ২৭ বছর বয়সী ডানহাতি এই পেসারের শিকার ৩৬ উইকেট।
অন্যদিকে বশির তার ১৯ টেস্টের শেষ ম্যাচটি খেলেছেন গত জুলাইয়ে, ভারতের বিপক্ষে।
সিডনি টেস্টে ইংল্যান্ডের ১২ সদস্যের দল:
বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, ব্রেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, জো রুট, জেইমি স্মিথ, জশ টং।















মন্তব্য করুন: