শক্তিশালী পেস আক্রমণ নিয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা

২ জানুয়ারি ২০২৬

শক্তিশালী পেস আক্রমণ নিয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা

ছয় পেসার নিয়ে ভারত-শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে গত আসরের রানার্স-আপদের দলে ফিরেছেন কাগিসো রাবাদা।

শুক্রবার এইডেন মারক্রামকে অধিনায়ক করে ১৫ সদস্যের প্রোটিয়া দল ঘোষণা করা হয়। ২০২৪ বিশ্বকাপের ফাইনালে খেলা স্কোয়াডের সাতজন ক্রিকেটারে এবারের দলে আছেন। জায়গা হয়েছে গত অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে আবার মাঠে ফেরা উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি ককেরে।

পাঁজরের চোটে প্রায় ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকা রাবাদা গত বুধবার দেশটির ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টুয়েন্টির ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। প্রত্যাবর্তনের ম্যাচে এমআই কেপ টাউনের হয়ে ৪৮ রানে ২ উইকেট নেন ডানহাতি এই পেসার।

বিশ্বকাপে রাবাদার সঙ্গে পেস আক্রমণে আছেন আনরিখ নর্কিয়া, মার্কো ইয়েনসেন, কর্বিন বোশ, লুঙ্গি এনগিডি ও কোয়েনা মাফাকা।

উপমহাদেশের স্পিন সহায়ক কন্ডিশনে দলের স্পিন সামলাবেন দুই বাঁহাতি কেশব মহারাজ ও জর্জ লিন্ডে। এছাড়া তাদের সহায়তা করতে থাকবেন দুই স্পিন অলরাউন্ডার মারক্রাম ও ডোনোভান ফেরেইরা।

এবারের আসরে প্রোটিয়াদের হয়ে কোনো বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন সাত ক্রিকেটার। তারা হলেন – বোশ, মাফাকা, ফেরেইরা, লিন্ডে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি ও জেসন স্মিথ। এদের মধ্যে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন ডি জর্জি। বাকি সবাই এসএ টুয়েন্টিতে খেলছেন।

বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

আগামী ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে প্রোটিয়ারা। ‘ডি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ আফগানিস্তান, নিউ জিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

টি-টুয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা দল:

এইডেন মারক্রাম (অধিনায়ক), কর্বিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, মার্কো ইয়েনসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, জেসন স্মিথ।

মন্তব্য করুন: