৭ বছর পর ফেরা ক্রেমারকে নিয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

৩ জানুয়ারি ২০২৬

৭ বছর পর ফেরা ক্রেমারকে নিয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে নিয়ে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে আছেন অবসর ভেঙে গত বছর জাতীয় দলে ফেরা অভিজ্ঞ ব্রেন্ডান টেইলর।

ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য সিকান্দার রাজাকে অধিনায়ক করে শুক্রবার ১৫ সদস্যের দল দেয় জিম্বাবুয়ে। পাকিস্তানের মাটিতে সবশেষ খেলা ত্রিদেশীয় সিরিজের দল থেকে কেবল একটি পরিবর্তন এনেছে তারা।

পিঠের চোট কাটিয়ে দলে ফিরেছেন পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে খেলা ওই সিরিজে দলের বাইরে থাকা ডানহাতি পেসার ব্লেসিং মুজারাবানি। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি।

গত অক্টোবরে আফগানিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন ক্রেমার। কিন্তু তিন ম্যাচের ওই টি-টুয়েন্টি সিরিজে খেলার সুযোগ হয়নি তার। পরে পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ দিয়ে ২০১৮ সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেন দেশটির এই লেগ স্পিনার। দুই ম্যাচে মোট ওভার বোলিং করে ৪৪ রানে উইকেট নিয়েছিলেন তিনি।

এর আগে ২০১০ ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

অভিজ্ঞ শন উইলিয়ামসের জায়গায় বিশ্বকাপ বাছাইয়ে দলে আসা ক্লাইভ মাডান্ডে ধরে রেখেছেন জায়গা। জিম্বাবুয়ের ঘরোয়া টি-টুয়েন্টি প্রতিযোগিতার চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। চার ম্যাচে ৭৬ গড় ১৩৮.১৮ স্ট্রাইক রেটে ১৫২ রান করেছেন এই উইকেটকিপার-ব্যাটার।

বাছাইপর্ব উতরাতে না পারায় ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার বাছাইয়ে অপরাজিত থেকে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় রাজার দল।

আগামী ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জিম্বাবুয়ে।বিগ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আয়ারল্যান্ড। সবগুলো ম্যাচই তারা শ্রীলঙ্কায় খেলবে।

টি-টুয়েন্টি বিশ্বকাপের জিম্বাবুয়ে দল:

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, টাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডান টেইলর।

মন্তব্য করুন: