নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরলেন গিল-আইয়ার
৩ জানুয়ারি ২০২৬
চোট কাটিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন অধিনায়ক শুভমান গিল ও সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে আইয়ারের খেলার বিষয়টি নির্ভর করছে ফিটনেসের ছাড়পত্র পাওয়ার ওপর।
ঘরের মাঠে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্রাম দেওয়া হয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। দলে ফিরেছেন পেসার মোহাম্মদ সিরাজ।
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টে ঘাড়ের চোটে পড়ার পর দেশটির বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি গিল। এরপর প্রোটিয়াদের বিপক্ষে টি-টুয়েন্ট সিরিজ দিয়ে মাঠের ক্রিকেটে ফেরেন এই টপ-অর্ডার ব্যাটার।
অন্যদিকে গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় পেটে চোট পান আইয়ার। তখন থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন ডানহাতি এই ব্যাটার।
সেই সফরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য সিরাজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিলক ভার্মা, ধ্রুব জুরেল ও রুতুরাজ গায়কোয়াড়। ২-১ ব্যবধানে জয় পাওয়া সেই সিরিজে কেবল গায়কোয়াড় খেলার সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
পান্ডিয়াকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গে বিসিসিআই জানায়, এখনও ১০ ওভার বোলিংয়ের জন্য ছাড়পত্র পাননি তিনি। এছাড়া আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এই অলরাউন্ডারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টিও রয়েছে।
আগামী ১১ জানুয়ারি ভাদোদারায় শুরু হবে ওয়ানডে সিরিজটি। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৪ ও ১৮ জানুয়ারি। এরপর পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারবে ভারত ও নিউ জিল্যান্ড।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারত দল:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, হার্শিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, রিশাভ পান্ত, নিতিশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল।















মন্তব্য করুন: