বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে বলবে বিসিবি
৪ জানুয়ারি ২০২৬
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত থেকে নিজেদের ম্যাচগুলো সরাতে আইসিসিকে চিঠি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
শনিবার বিসিসিআইয়ের নির্দেশনা মেনে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয় নিলাম থেকে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ খেলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
ক্রিকইনফো জানায়, কলকাতায় খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়ে ভারত থেকে বিশ্বকাপের ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়ার জন্য আইসিসিকে চিঠি দেবে বিসিবি।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় রাতে জুমে বোর্ড পরিচালকদের জরুরি সভার পর ক্রিকইনফোকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, “টি-টুয়েন্টি বিশ্বকাপে কলকাতায় আমাদের তিনটি ম্যাচ রয়েছে। তাই আজকে যা হয়েছে এ বিষয়গুলো নিয়ে আইসিসিকে আমরা চিঠি লিখব।”
মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একই দিন রাত সাড়ে ১১টায় নিজের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে জানান, বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় সরিয়ে নিতে অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশনা দিয়েছেন তিনি।
“আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।”
“আমি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়!”
“আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না।”
এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী, গ্রুপপর্বের সব ম্যাচই ভারতে খেলবে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনই কলকাতায় মাঠে নামবে বাংলাদেশ। এরপর শহরটিতে আরও দুটি ম্যাচ খেলে মুম্বাইয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে যাবে লিটন দাসের দল।
ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়নে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। গ্রুপপর্বে তাদের বিপক্ষে খেলতে দেশটিতে যাবে ভারত।















মন্তব্য করুন: