জাকেরকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

৪ জানুয়ারি ২০২৬

জাকেরকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

গত দুই বছর ধরে বাংলাদেশের টি-টুয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাকের আলী অনিক। কিন্তু টানা বাজে পারফরম্যান্সের কারণে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ডানহাতি এই ব্যাটার।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিটন দাসকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলের বাইরে থাকা শামীম হোসেন পাটোয়ারী।

২০২৪ সালের মার্চে থেকে জাতীয় দলে নিয়মিত মুখ জাকের। এ সময় বাংলাদেশের খেলা ৫৪ টি-টুয়েন্টির মধ্যে ৪৮ টিতেই মাঠে নেমেছিলেন তিনি। বেশিরভাগ সময় ফিনিশারের ভূমিকায় খেলা এই ব্যাটার ৪৩ ইনিংসে ১২৩.০৭ স্ট্রাইক রেটে রান করেন ৭৫২। তবে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ থেকে পড়তির দিকে থাকে তার পারফরম্যান্স। এ সময় খেলা ১২ ইনিংসে কেবল দুইবার তিরিশের মুখ দেখেন তিনি।

টুর্নামেন্টের শেষ দুই ম্যাচসহ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দলকে নেতৃত্বও দিয়েছিলেন জাকের। জাতীয় দলের জার্সিতে গত নভেম্বরে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নেমে করেন ২০ রান।

সেই সিরিজের প্রথম দুই ম্যাচের দল থেকে বাদ পড়া শামীম তৃতীয় ম্যাচের দলে ফেরেন। তবে একাদশে জায়গা পেলেও বাঁহাতি এই ব্যাটার ব্যাটিংয়ের সুযোগ পাননি।

ভারত-শ্রীলঙ্কার স্পিন সহায়ক কন্ডিশনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের জন্য পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেস আক্রমণে আছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্পিনের দায়িত্ব সামলাবেন শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনই মাঠে নামবে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতায় তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে ইতালি (৯ ফেব্রুয়ারি) ও ইংল্যান্ডের (১৪ ফেব্রুয়ারি) বিপক্ষে খেলবে লিটনের দল। মুম্বাইয়ে নেপালের (১৭ ফেব্রুয়ারি) বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্বের লড়াই শেষ করবে তারা।

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: