ফাহাদের ৫ উইকেট, ভারতকে ২৩৮ রানে আটকাল বাংলাদেশ

১৭ জানুয়ারি ২০২৬

ফাহাদের ৫ উইকেট, ভারতকে ২৩৮ রানে আটকাল বাংলাদেশ

আল ফাহাদের নৈপুণ্যে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। তবে বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডুর ব্যাটে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে ভারত। জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করতে ২৩৯ রানের লক্ষ্য পেয়েছে টাইগাররা যুবারা।

শনিবার বুলাওয়েয়োতে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৯ ওভারে। ২ বল আগে ২৩৮ রানে অলআউট হয় ভারত।

৩৮ রানে ৫ উইকেট নেন ফাহাদ। ডানহাতি এই পেসারের নৈপুণ্যের দিন ভারতের হয়ে দুই অঙ্কের দেখা পান কেবল তিনজন। এর মধ্যে ওপেনার সূর্যবংশী ৭২, উইকেটকিপার কুন্ডু ৮০ ও কনিষ্ক চৌহান ২৮ রান করেন।

টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশকে ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া সাফল্য এনে দেন ফাহাদ। তবে এরপর সূর্যবংশীর একার লড়াইয়ে চাপ সামাল দেয় ভারত। বাঁহাতি এই ওপেনারকে ফিরিয়ে দলকে স্বস্তি দেন ইকবাল হোসেন ইমন।

সূর্যবংশীর বিদায়ের পর দলের হাল ধরেন কুন্ডু। তবে ৩৯তম ওভারে খেলা বন্ধ হওয়ার আগে ব্যক্তিগত ৬১ রানে জীবন পান বাঁহাতি এই ব্যাটার। শর্ট ফাইন লেগে তার ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন রিজান আহমেদ।

বৃষ্টির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে আরেকটি জীবন পান কুন্ডু। ৪২তম ওভারে তাকে স্টাম্পিং করতে ব্যর্থ হন উইকেটকিপার ফরিদ হাসান। শেষ পর্যন্ত কুন্ডুর ১১২ বলে ইনিংসটি থামান ফাহাদ। শেষ উইকেট তুলে নিয়ে তিনি পূর্ণ করেন নিজের ৫ উইকেট।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add