স্বর্ণার ছক্কার রেকর্ড, বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

২০ জানুয়ারি ২০২৬

স্বর্ণার ছক্কার রেকর্ড, বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

মেয়েদের মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন স্বর্ণা আক্তার। ডানহাতি এই ব্যাটারের কীর্তি গড়ার দিনে মেয়েদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার নেপালের কীর্তিপুরে ‘এ’ গ্রুপের ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৩০ রানে হারায় নিগার সুলতানা জ্যোতির দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৮ রান তোলে বাংলাদেশ। জবাবে নিউ গিনির ইনিংস থামে ৯ উইকেটে ১৩৮ রানে।

৪ ছক্কা ও এক চারে ১৪ বলে ৩৭ রান করেন স্বর্ণা। মেয়েদের ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এটিই। টি-টুয়েন্টি এতদিন বাংলাদেশের হয়ে এক ম্যাচে সবচেয়ে ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল ৩টি। যৌথভাবে এই কীর্তির মালিক ছিলেন আয়েশা রহমান, সানজিদা ইসলাম ও জ্যোতি।

আর ওয়ানডেতে এক ম্যাচে ৩ ছক্কা হাঁকানোর রেকর্ডের মালিক স্বর্ণাই।

ব্যাটিংয়ে ঝড় তোলার পর বল হাতে লেগ স্পিনে এক ওভার বোলিং করে ১ উইকেট নেন স্বর্ণা। ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দিলার আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। উদ্বোধনী জুটিতে ৫ ওভারে তারা যোগ করেন ৪৯ রান। জুয়াইরিয়ার (১৭) বিদায়ে এই জুটি ভাঙে। দিলার ফেরেন ২৯ বলে ৩৫ রান করে।

এরপর ১১ থেকে ১৪ ওভার পর্যন্ত টানা ৪ ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেননি ব্যাটাররা। ১৫.২ ওভারে শারমিন আক্তার (২৮) বিদায় নিলে ক্রিজে এসে ঝড় তোলেন স্বর্ণা। তার ও সোবহানা মোস্তারির (৩৪*) ঝড়ো ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে দলের খাতায় যোগ হয় ৭১ রান।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয় নিউ গিনির। ৩ উইকেট হারিয়ে ১৪তম ওভারে ১০০ রান তোলে তারা। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্যের ধারের কাছেও যেতে পারেনি দলটি।

আগামী বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য করুন: