বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে কিনা জানেন না অধিনায়ক লিটন
২০ জানুয়ারি ২০২৬
টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে দুই সপ্তাহের কিছু সময় বেশি বাকি। কিন্তু টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা আছে এখনও। অধিনায়ক লিটন দাসও জানেন না তারা আদৌ বিশ্বকাপ খেলতে যাবেন কি না। এমনকি এই বিষয়ে বিসিবির পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বিপিএলের এলিমিনেটর ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে সিলেট টাইটান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স। তাদের দেওয়া ১১২ রানের লক্ষ্য তাড়ায় শেষ বলে ছক্কা হাঁকিয়ে জেতে সিলেট।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে প্রথমেই জানতে চাওয়া হয়, বিশ্বকাপের আগে এই ধরনের উইকেটে খেলা প্রস্তুতির জন্য সহায়ক কি না? জবাবে রংপুর ও জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক বলেন, “আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি?”
এরপরই লিটনকে প্রশ্ন করা হয়, “ধরে নিন, বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে তাহলে এরকম উইকেটে খেলা কি প্রস্তুতির জন্য আদর্শ?” এখানেও ছিল লিটনের কণ্ঠে অনিশ্চয়তার সুর।
“এটার কোনো উত্তর নেই। এখন থেকে বিশ্বকাপ এখনও অনেকদিন বাকি। বিশ্বকাপে যাব কি না আদৌ, এটা নিয়েও আমরা নিশ্চিত নই।”
বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তার শুরুটা হয় গত ৪ জানুয়ারি। ভারতের কিছু রাজনৈতিক নেতা ও উগ্রবাদী ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এরপর নিরাপত্তার শঙ্কা দেখিয়ে দেশটিতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। ভেন্যু বদলিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো দেওয়ার জন্য আইসিসিকে চিঠিও দেওয়া হয়। এরপর দুই দফায় আইসিসির সঙ্গে বৈঠকে বসলেও এখনও এ বিষয়ে কোনো সমাধান আসেনি।
ভারতে গিয়ে না খেলার বিষয়ে এখনও নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা করেছে বিসিবি। ফলে সব কিছু নিয়েই অনিশ্চয়তার মধ্যে আছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ।
বিশ্বকাপ দলের বাকি সদস্যরাও এই অনিশ্চয়তার মধ্যে আছেন জানিয়ে লিটন বলেন, “যদি আপনি জানতেন যে আপনার গ্রুপে কে থাকবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা সাহায্য করত। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের…। আপনারা তো এর মধ্যেই দল জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জনও এখনও জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয়, এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।”
ভারতের বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে অধিনায়কের সঙ্গে আলোচনা করা হয়েছে কি না, জানতে চাওয়া হলে লিটন ছোট্ট করে বলেন, “না।”
এত গুরুত্বপূর্ণ ব্যাপারে অধিনায়কের মতামত নেওয়া কি উচিত ছিল না? উত্তরে লিটন বলেন, “জানি না, তবে আমার সঙ্গে আলোচনা হয়নি।”















মন্তব্য করুন: