বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ
২০ জানুয়ারি ২০২৬
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। মঙ্গলবার বুলাওয়েয়োতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ১০ ওভারের পর আর খেলা মাঠে গড়ায়নি।
এদিন শুরু থেকেই বৃষ্টির বাধায় পড়ে ম্যাচটি। বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় ৪৭ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচ। টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশকে দ্বিতীয় ওভারে সাফল্য এনে দেন পেসার ইকবাল হোসেন ইমন।
এরপর ১০ ওভার শেষে আবার বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়। সে সময় নিউ জিল্যান্ডের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫১ রান। এরপর কয়েক দফা বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু করা যায়নি। স্থানীয় সময় দুপুর ৩টায় কোনো ফল ছাড়াই ম্যাচের ইতি টানেন আম্পায়াররা।
এর আগে গত শনিবার ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। বাংলাদেশের লক্ষ্য তাড়ায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর বদলে যায় ম্যাচের চিত্র। বৃষ্টির পর পরিবর্তিত লক্ষ্যে ৮ উইকেট হাতে নিয়ে ৭০ বলে ৭৫ রান করতে পারেননি আজিজুল হাকিমের দল। ২২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় ১৮ রানে।
‘বি’ গ্রুপে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে বাংলাদেশ। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে তারা। সেই ম্যাচে হার এড়াতে পারলে সুপার সিক্সে উঠবে ২০২০ সালের চ্যাম্পিয়নরা।















মন্তব্য করুন: