যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

২৩ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রতিপক্ষকে দুইশর আগে আটকে রেখে অর্ধেক কাজটা করে দিয়েছিলেন বোলাররা। লক্ষ্য তাড়ায় বাকি কাজটুকু সারলেন ব্যাটাররা। অধিনায়ক আজিজুল হাকিমের ফিফটিতে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ।

শুক্রবার হারারেতে ‘বি গ্রুপের ম্যাচে ১৯৯ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। জবাবে ৮ ওভার ৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় আজিজুলের দল।

৪১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার ইকবাল হোসেন ইমন। ৮২ বলে দুটি করে চার ও ছক্কায় ৬৪ রান করেন আজিজুল।

তিন ম্যাচে এক জয় ও এক ম্যাচে ফল না আসায় ৩ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে সবার আগে এই গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করে ভারত। তিনে থাকা নিউ জিল্যান্ডের পয়েন্ট ২। শনিবার এই দুই দলের ম্যাচে ভারত জিতলে বা ম্যাচে ফল না এলে গ্রুপ রানার্স-আপ হিসেবে সুপার সিক্সে যাবে বাংলাদেশ। আর নিউ জিল্যান্ড জিতলে বাংলাদেশের অবস্থান হবে তৃতীয়।

বি ও ‘সি গ্রুপ মিলে সুপার সিক্সে তৈরি হবে গ্রুপ-২। সেখানে ‘সি গ্রুপ থেকে এই পর্ব নিশ্চিত হয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে এই তিন দলের মধ্যে দুটি দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

রানার্স-আপ হিসেবে গ্রুপপর্ব শেষ করলে সুপার সিক্সে ২০২০ সালের চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ড আর জিম্বাবুয়েকে। আর তৃতীয় হয়ে গ্রুপপর্ব শেষ করলে সুপার সিক্সে খেলবে ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

তবে সেমি-ফাইনালে খেলার জন্য কঠিন সমীকরণ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। নিজেদের দুটি ম্যাচ কেবল জিতলেই হবে না, তাকিয়ে থাকতে গ্রুপে হবে অন্য ম্যাচের ফলের ওপরও।

সুপার সিক্সে ওঠা দলগুলোর মধ্যে গ্রুপপর্বে খেলা ম্যাচগুলোর পয়েন্ট ও নেট রানরেট পরের পর্বে যাবে। ফলে বাংলাদেশ সুপার সিক্স অভিযান শুরু করবে ১ পয়েন্ট নিয়ে। ‘সি গ্রুপ থেকে আসা ইংল্যান্ড ৪, পাকিস্তান ২ ও জিম্বাবুয় ০ পয়েন্ট নিয়ে খেলা শুরু করবে। আপাতত ভারতের পয়েন্ট ২ ও নিউ জিল্যান্ডের পয়েন্ট ১।

টস জিতে বোলিংয়ে নেমে প্রথম ৩ ওভারে ২ উইকেট তুলে নেন ইকবাল ও আল ফাহাদ। ৮৯ রানের ভেতর ৫ উইকেট তুলে নিয়ে যুক্তরাষ্ট্রকে অল্পতে আটকানোর পথে ছিল বাংলাদেশ। কিন্তু সাত নম্বরে নামা আদিন্ত ঝাম্বের অপরাজিত ৬৮ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ গড়ে যুক্তরাষ্ট্র।

দুটি করে উইকেট নেন ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন।

লক্ষ্য তাড়ায় ৭৮ রানের উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ৪৭ রান করা জাওয়াদের বিদায়ে এই জুটি ভাঙার পর দ্রুত ফেরেন রিফাতও (৩০)। তৃতীয় উইকেটে কালাম সিদ্দিকীকে নিয়ে ৮৮ রানের জুটি গড়ে দলকে পথে নিয়ে যান আজিজুল। তার বিদায়ের পর রিজানকে নিয়ে বাকি কাজটুকু সারেন কালাম। ডানহাতি এই ব্যাটার ৩০ ও রিজান ২০ রানে অপরাজিত থাকেন।

মন্তব্য করুন: