ব্যাটে-বলে এবারের বিপিএলের সেরা যারা
২৪ জানুয়ারি ২০২৬
শরিফুল ইসলামের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এবং তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির রেকর্ডে শেষ হয়েছে এবারের বিপিএল। ব্যাটিং-বোলিংয়ে জাতীয় দলের এই দুই তারকা ছাড়াও আলো ছড়িয়েছেন দেশি ক্রিকেটাররাই।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বাদশ আসরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জেতে রাজশাহী ওয়ারিয়র্স।
শিরোপা লড়াইয়ের ম্যাচে চট্টগ্রামের হয়ে ২ উইকেট নিয়ে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়েন শরিফুল। বাঁহাতি এই পেসার আসর শেষ করেন ২৬ উইকেট নিয়ে। ভেঙে দেন ২০২৪-২৫ আসরে তাসকিন আহমেদের নেওয়া ২৫ উইকেটের রেকর্ড।
দ্বাদশ আসরের উইকেট শিকারির তালিকায় সবার ওপরে থাকা শরিফুল ১২ ইনিংসে ওভারপ্রতি রান দেন ৫ দশমিক ৮৪ করে। সেরা বোলিং ফিগার ৯ রানে ৫ উইকেট। টুর্নামেন্ট সেরাও হয়েছেন বাঁহাতি এই পেসার। তিনি ছাড়া এবারের আসরে ২০ উইকেট নিতে পারেননি আর কেউই।
দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি করে উইকেট নিয়েছেন সিলেট টাইটান্সের নাসুম আহমেদ ও রাজশাহীর বিনুরা ফার্নান্দো। ১২ ইনিংসে ওভারপ্রতি ৫ দশমিক ৯৭ রান দেন নাসুম। টুর্নামেন্টের সেরা বোলিং ফিগার বাঁহাতি এই স্পিনারের, ৭ রানে ৫ উইকেট। অন্যদিকে রাজশাহীকে শিরোপা জেতাতে বল হাতে বড় ভূমিকা রাখা ফার্নান্দো ফাইনালসহ শেষ দুটি ম্যাচে নিয়েছেন ৪টি করে উইকেট।
রাজশাহীর আরেক পেসার রিপন মন্ডল ৮ ইনিংসে ১৭ উইকেট নিয়ে আছেন তালিকার তৃতীয় স্থানে। ১৬টি করে উইকেট নিয়ে যৌথভাবে পরের স্থানে আছেন নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ ও রংপুর রাইডার্সের মুস্তাফিজুর রহমান। দুইজনই বোলিং করেছেন ১০ ইনিংস।
এবারের আসরে সর্বোচ্চ ৩৯৫ রান করেছেন পারভেজ হোসেন ইমন। ১২ ইনিংসে সিলেটের এই ব্যাটারের স্ট্রাইক রেট ১৩৩ ও গড় সাড়ে ৩৯। ফিফটি হাঁকিয়েছেন তিনটি, সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৬৫ রান।
দ্বিতীয় স্থানে থাকা রংপুর রাইডার্সের তাওহিদ হৃদয় ১১ ইনিংসে রান করেছেন ৩৮২। স্ট্রাইক রেট ১৩৭ দশমিক ৯০ ও গড় ৩৮ দশমিক ২০। তিনটি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ১০৯ রান।
ফাইনালে সেঞ্চুরি হাঁকানো তানজিদ ৩৫৬ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন। এই শতকে বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে তিনটি সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন তিনি। ১৩ ইনিংসে রাজশাহীর বাঁহাতি এই ওপেনারের স্ট্রাইক রেট ১৩৬ দশমিক ৩৯। করেছেন একটি করে ফিফটি ও সেঞ্চুরি।
চতুর্থ স্থানে থাকা রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন ৩৫৫ রান। আসরের প্রথম ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলার পর ফিফটি হাঁকিয়েছেন একটি। ১৩ ইনিংসে বাঁহাতি এই ব্যাটারের স্ট্রাইক রেট ১৩৫ দশমিক ৪৯।
পাঁচে থাকা রংপুরের ডাভিড মালান ৯ ইনিংসে করেছেন ৩০০ রান, স্ট্রাইক রেট ১১২ দশমিক ৩৫। ফিফটি হাঁকিয়েছেন তিনটি, সর্বোচ্চ ৭৮ রান।
শীর্ষে থাকা এই পাঁচ ব্যাটার ছাড়া এবারের আসরে আর কেউই তিনশ রান করতে পারেননি।















মন্তব্য করুন: