আয়ারল্যান্ডকে হারিয়ে চারে ৪ বাংলাদেশের
২৪ জানুয়ারি ২০২৬
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার সিক্সে গেল নিগার সুলতানা সুলতানা জ্যোতির দল।
শনিবার নেপালের মুলপানিতে ‘এ’ গ্রুপের ম্যাচে শারমিন আক্তারের ফিফটিতে ৭ উইকেটে ১৫৩ রান তোলে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৪৪ রান তুলতে পারে আয়ারল্যান্ড।
চার ম্যাচের সবকটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে যাওয়া বাংলাদেশ এই পর্বে ‘বি’ গ্রুপের তিনটি দলের সঙ্গে খেলবে। সেখানে শীর্ষ চারটি দলের মধ্যে থাকতে পারলে আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে মারুফা-নাহিদারা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে জুয়াইরিয়া ফেরদৌসের (১১) উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও শারমিন। ৩৫ রান করা দিলারার বিদায়ে এই জুটি ভাঙে। অধিনায়ক জ্যোতি (১৩) ফেরেন দ্রুতই।
৪৩ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন শারমিন। স্টাম্পিং হয়ে ডানহাতি এই ব্যাটার ফিরলে থামে তার ৪৫ বলে ৫ চার ও এক ছক্কায় ৫২ রানের ইনিংসটি। শেষ দিকে সোবহানা মোস্তারির ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে দেড়শ পার করে বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় শুরুটা দুর্দান্ত হয় আয়ারল্যান্ডের। উদ্বোধনী জুটি থেকে আসে ৫৩ রান। সপ্তম ওভারের তৃতীয় বলে অ্যামি হান্টার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে এই জুটি থামে। একাদশ ওভারে জোড়া আঘাত হানেন স্বর্ণা আক্তার। এরপর আইরিশদের রানে লাগাম টেনে ধরেন স্পিনাররা। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করা অধিনায়ক গ্যাবি লুইসকে ১৯তম ওভারে সাজঘরের পথ দেখান রাবেয়া খান।















মন্তব্য করুন: