বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা
২৪ জানুয়ারি ২০২৬
আইসিসি বাংলাদেশের দাবি না মেনে নেওয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের দুই সপ্তাহ বাকি থাকতে টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার পর টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে আইসিসি যা করেছে, সেটিকে অবিচার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
ভারত থেকে বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচের ভেন্যু সরানোর দাবির প্রতি জোরাল সমর্থন জানিয়ে আসছে পিসিবি। বাংলাদেশের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠিও দিয়েছিল তারা। এছাড়া দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে অসমর্থিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দাবি মেনে না নেওয়া হলে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি ভেবে দেখবে পিসিবি।
শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে প্রশ্নের উত্তরে পিসিবি প্রধান বলেন, “আমাদের অবস্থান হবে পাকিস্তান সরকার আমাকে যা নির্দেশ দেয়। প্রধানমন্ত্রী এই মুহূর্তে পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আপনাদের আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। এটি সরকারের সিদ্ধান্ত। আমরা তাদের কথা শুনি, আইসিসির নয়।”
“পাকিস্তান সরকার যদি বলে আমাদের খেলা উচিত নয়, তাহলে হয়তো আইসিসি (স্কটল্যান্ডের পর) ২২তম একটি দল নিয়ে আসবে। এটি সরকারের ওপর নির্ভর করছে।”
একই দিন এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, ভারতে গিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি।
এর আগে গত বুধবার ভারত থেকে বাংলাদেশের ভেন্যু সরানোর আবেদন খারিজ করে দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এটিকে বাংলাদেশের প্রতি অবিচার বলে অভিহিত করেন নাকভি।
“আমি মনে করি বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না। আপনি একটি দেশের (ভারত) জন্য বলতে পারেন না যে তারা যা খুশি তাই করতে পারে এবং অন্যদের জন্য তার ঠিক উল্টোটি করতে হবে। সেই কারণেই আমরা এই অবস্থান নিয়েছি এবং স্পষ্ট করে দিয়েছি যে বাংলাদেশের প্রতি অবিচার করা হয়েছে। তাদের বিশ্বকাপে খেলা উচিত, তারা ক্রিকেটের একটি বড় অংশীদার।”
আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কায় নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পাকিস্তানের।















মন্তব্য করুন: