ইংল্যান্ডের কাছে হেরে সুপার সিক্সেই শেষ বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা
২৬ জানুয়ারি ২০২৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমি-ফাইনালের আশা টিকিয়ে রাখতে সুপার সিক্সের সব ম্যাচেই জিততে হতো বাংলাদেশের। কিন্তু এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আজিজুল হাকিমের দল।
সোমবার বুলাওয়েয়োতে সুপার সিক্সের দুই নম্বর গ্রুপে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৫ ওভার ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড।
গ্রুপপর্বে কেবল একটি ম্যাচ জিতে সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশ, সেটিও গ্রুপপর্ব থেকে বাদ পড়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ফলে নামের পাশে কেবল ১ পয়েন্ট নিয়ে পরের ধাপে ওঠে ২০২০ সালের চ্যাম্পিয়নরা। শেষ চারে খেলা আশা বাঁচিয়ে রাখতে সুপার সিক্সের দুটি ম্যাচেই জিততে হতো তাদের। কিন্তু হেরে গেল প্রথম ম্যাচেই।
২০২০ সালে নিজেদের একমাত্র শিরোপা জেতার পর টানা তিনটি বিশ্বকাপে সেমি-ফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলেই জাওয়াদ আবরারকে (৬) হারালেও রিফাত বেগ ও আজিজুলের ব্যাটে সেই ধাক্কা কাটিয়ে ওঠে বাংলাদেশ। রিফাতের (৩১) বিদায়ে ভাঙে দ্বিতীয় উইকেটের ৪৬ রানের জুটিটি। এরপর কমে আসে দলের রানের গতিও।
দলীয় ৭১ রানে অধিনায়ক আজিজুল (২০) বিদায় নিলে ধস নামে ব্যাটিংয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৮ ওভার ১ বলে অলআউট হয় বাংলাদেশ। ৩১ রানে শেষ ৫ উইকেট হারায় তারা।
ছোট লক্ষ্য তাড়ায় নামা ইংল্যান্ডকে শুরুতেই চাপে ফেলেন আল ফাহাদ। ডানহাতি এই পেসার ৩৯ রানের ভেতর তুলে নেন দুই ওপেনারকে। তবে অন্য বোলাররা আর দুর্দান্ত কিছু করে দেখাতে না পারায় নাটকীয় কিছু করে দেখাতে পারেননি বাংলাদেশ। ২৪ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছায় ইংলিশরা। অধিনায়ক টমাস রিউ অপরাজিত থাকেন ৫৯ রানে।
আগামী শনিবার নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।















মন্তব্য করুন: